উপদেষ্টা পরিষদে বাজেট অনুমোদিত

- আপডেট সময় : ০২:০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
- / 35

ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদিত হয়।
সোমবার (২ জুন) সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
প্রথম দফার আলোচনা শেষে যেসব মতানৈক্য ছিল তা মেটাতে আজ থেকে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা শুরু করবে। এই সংলাপের উদ্বোধন করবেন কমিশনের চেয়ারম্যান এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, যেটি বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।
জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনের ওপর গঠিত পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও চূড়ান্ত করার জন্য।
১৫ ফেব্রুয়ারি থেকে ১৯ মে পর্যন্ত প্রথম ধাপে ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।