ঈদের পর কঠোর আন্দোলনের ঘোষণা

- আপডেট সময় : ০৪:১৮:১১ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
- / 50

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (২ জুন) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের দপ্তরে স্মারকলিপি জমা দেন তারা। উপদেষ্টারা উপস্থিত না থাকলেও কর্মচারীরা তাদের দাবিগুলো লিখিত আকারে তুলে দেন।
স্মারকলিপি জমা দেওয়ার আগে সচিবালয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। সেখানে তারা ঈদের পর আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের পক্ষ থেকে বলা হয়, এবার আন্দোলনে দেশের সব পর্যায়ের সরকারি চাকরিজীবীদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
আন্দোলনকারীরা জানান, আগামীকাল অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছেও স্মারকলিপি দেওয়া হবে।
এর আগে গতকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন কর্মচারী ইউনিয়নের নেতা নূরুল ইসলাম ও নজরুল ইসলাম। বৈঠকে উপদেষ্টা জানান, সংশোধিত অধ্যাদেশে কিছু ধারা অপপ্রয়োগের সুযোগ তৈরি করতে পারে। তিনি বিষয়টি উপদেষ্টা পরিষদে তুলবেন বলে আশ্বাস দেন।
এক সপ্তাহেরও বেশি সময় ধরে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা এই অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন। আন্দোলনের মধ্যেই সরকার অধ্যাদেশটি জারি করে, যার পরপরই কর্মচারীরা নতুন করে কর্মসূচি ঘোষণা শুরু করেন।