ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

আশ্রয়কেন্দ্রে মাটির দেয়াল ধসে পড়ে এক রোহিঙ্গার মৃত্যু

নুরুল বশর, উখিয়া (কক্সবাজার)
  • আপডেট সময় : ০৩:১৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / 60

এক রোহিঙ্গার মৃত্যু

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উখিয়ার একটি রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রে মাটির দেয়াল ধসে পড়ে মোহাম্মদ আয়াস (২০) নামে এক রোহিঙ্গা যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন শিশু রোহিঙ্গা, কামাল উদ্দিন (১২)।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ০২ জুন ২০২৫ ইং, রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে পাশের একটি আশ্রয়কেন্দরের মাটির দেয়াল হঠাৎ একটি বসতঘরের ওপর ধসে পড়ে। এতে মোহাম্মদ আয়াস (২০) ও কামাল উদ্দিন (১২) গুরুতর আহত হন। আশপাশের রোহিঙ্গাদের সহায়তায় তাদের দ্রুত বিডিআরসিএস-পিএইচসি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

প্রাথমিক চিকিৎসা শেষে কামাল উদ্দিন সুস্থ হয়ে উঠলেও মোহাম্মদ আয়াসকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। তবে পথেই তার মৃত্যু হয় বলে জানা যায়।

নিহত মোহাম্মদ আয়াস (২০), পিতা: আবুল ফয়েজ, এফসিএন: ১৪৮৮৬৪ (বোনের কার্ড), সাব-মাঝি: রশিদ, হেড মাঝি: ফরিদ, শেল্টার নম্বর: C02E-D03-55A। আহত কামাল উদ্দিন (১২), পিতা: জামাল, মাতা: আরেফা।

স্থানীয় সূত্র আরও জানায়, হতাহত দুইজনই মোহাম্মদ আয়াসের বোনের বাড়িতে অস্থায়ীভাবে অবস্থান করছিলেন। তারা সম্প্রতি আগত একটি পরিবারের সদস্য, যারা এখনো নিবন্ধন ইউনিট থেকে বায়োমেট্রিক কার্ড সংগ্রহ করতে পারেননি।

উল্লেখ্য, বর্ষা মৌসুমের শুরুতেই আশ্রয়কেন্দ্রে এ ধরনের দুর্ঘটনা রোহিঙ্গা বসবাসকারীদের ঝুঁকির কথাই স্মরণ করিয়ে দেয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ ঘরগুলোর পরিদর্শন ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আশ্রয়কেন্দ্রে মাটির দেয়াল ধসে পড়ে এক রোহিঙ্গার মৃত্যু

আপডেট সময় : ০৩:১৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

উখিয়ার একটি রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রে মাটির দেয়াল ধসে পড়ে মোহাম্মদ আয়াস (২০) নামে এক রোহিঙ্গা যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন শিশু রোহিঙ্গা, কামাল উদ্দিন (১২)।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ০২ জুন ২০২৫ ইং, রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে পাশের একটি আশ্রয়কেন্দরের মাটির দেয়াল হঠাৎ একটি বসতঘরের ওপর ধসে পড়ে। এতে মোহাম্মদ আয়াস (২০) ও কামাল উদ্দিন (১২) গুরুতর আহত হন। আশপাশের রোহিঙ্গাদের সহায়তায় তাদের দ্রুত বিডিআরসিএস-পিএইচসি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

প্রাথমিক চিকিৎসা শেষে কামাল উদ্দিন সুস্থ হয়ে উঠলেও মোহাম্মদ আয়াসকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। তবে পথেই তার মৃত্যু হয় বলে জানা যায়।

নিহত মোহাম্মদ আয়াস (২০), পিতা: আবুল ফয়েজ, এফসিএন: ১৪৮৮৬৪ (বোনের কার্ড), সাব-মাঝি: রশিদ, হেড মাঝি: ফরিদ, শেল্টার নম্বর: C02E-D03-55A। আহত কামাল উদ্দিন (১২), পিতা: জামাল, মাতা: আরেফা।

স্থানীয় সূত্র আরও জানায়, হতাহত দুইজনই মোহাম্মদ আয়াসের বোনের বাড়িতে অস্থায়ীভাবে অবস্থান করছিলেন। তারা সম্প্রতি আগত একটি পরিবারের সদস্য, যারা এখনো নিবন্ধন ইউনিট থেকে বায়োমেট্রিক কার্ড সংগ্রহ করতে পারেননি।

উল্লেখ্য, বর্ষা মৌসুমের শুরুতেই আশ্রয়কেন্দ্রে এ ধরনের দুর্ঘটনা রোহিঙ্গা বসবাসকারীদের ঝুঁকির কথাই স্মরণ করিয়ে দেয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ ঘরগুলোর পরিদর্শন ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।