‘শহীদ জিয়াই বাংলাদেশের প্রথম সংস্কার শুরু করেছিলেন’

- আপডেট সময় : ১১:১১:২৮ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- / 38

বাংলাদেশের প্রথম রাষ্ট্র সংস্কারের সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান—এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
রোববার বরিশাল মহানগরের ২৫ নম্বর ওয়ার্ড, সদর উপজেলার শায়েস্তাবাদ এবং টুঙ্গীবাড়িয়া ইউনিয়নে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিনের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দিনব্যাপী আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণে অংশ নেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, “শহীদ জিয়া ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তিনি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেন এবং দুর্বল অর্থনীতিকে পুনর্গঠনের মধ্য দিয়ে বাংলাদেশকে আত্মনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেন। তার শাসনামলের আগে যারা ক্ষমতায় ছিলেন, তারা বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন।”
তিনি আরও বলেন, “স্বাধীনতার চেতনা ও জনগণের সাংবিধানিক, ভোটাধিকার ও ধর্মীয় অধিকার হরণ করে দেশকে দিকহীন করা হয়েছিল। শহীদ জিয়া সেই অন্ধকার থেকে জাতিকে আলোর পথে এনেছিলেন।”
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, “সংস্কারের নামে গত সাড়ে ৯ মাসে সরকার যা করেছে, তাতে জনগণ হতাশ হয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে যে গতি থাকা প্রয়োজন, তা সরকারের অভিজ্ঞতার অভাবে স্থবির হয়ে আছে।”
২৫ নম্বর ওয়ার্ডের আয়োজনে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজিক দাঈয়ান ঈশতী, সঞ্চালনায় ছিলেন ছাত্রদল নেতা ইউসুফ আলী বাপ্পি। এতে আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরী, ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুর রহমান উজ্জ্বল এবং স্বাধীনতা ফোরামের মহানগর সদস্য সচিব নাজমুস সাকিব।
শায়েস্তাবাদ ইউনিয়নের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা হেমায়েত হোসেন মুরাদ। সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইলিয়াস আহমেদ। এতে উপস্থিত ছিলেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামসুল কবির ফরহাদ এবং ছাত্রদল নেতা আসিফ আল মামুন।
টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের সভায় সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মৃধা। যৌথভাবে সঞ্চালনা করেন ছাত্রদল নেতা কেএম মনির ও জাহিদুল ইসলাম শাকিল। ইউনিয়নের অন্যান্য নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।
এ আয়োজনের মাধ্যমে শহীদ জিয়াউর রহমানের অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরার পাশাপাশি রাজনৈতিক সংস্কারে তার ভূমিকার ওপর আলোকপাত করা হয়।