পলাশে ড. মঈন খান
যারা চোরা পথ দিয়ে ক্ষমতায় যেতে চায়, তারা নির্বাচন চায় না

- আপডেট সময় : ০১:৪৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- / 47

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, যারা সুষ্ঠু নির্বাচনের সমালোচনা করে, তারা চোরা পথে ক্ষমতায় যেতে চায়। তারা নির্বাচনকে ভয় পায়, কারণ তারা জনগণকে ভয় পায়। তারা জানে, তারা জনগণের প্রকৃত প্রতিনিধি হতে পারবে না।
শনিবার (৩১ মে) নরসিংদীর ঘোড়াশাল পৌর অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. মঈন খান বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই নির্বাচন চায়। গণতন্ত্রের উত্তরণের একমাত্র পথ একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। এ দাবিকে অপরাধ হিসেবে দেখা হয় শুধুমাত্র তাদের দৃষ্টিতে, যারা গণতন্ত্রকে ভয় পায়। ৫ আগস্টের পর থেকে বিএনপি বারবার যে গণতান্ত্রিক উত্তরণের কথা বলছে, একটি পক্ষ তারই বিরোধিতা করছে।
তিনি আরও বলেন, বিএনপি জনগণের ওপর আস্থা রাখে, আইনের শাসনে বিশ্বাস করে এবং স্বাধীন বিচার ব্যবস্থার প্রতি অঙ্গীকারবদ্ধ। তাই দলটি বারবার সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এছাত্তার। স্মরণসভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের কেন্দ্রীয়, জেলা, উপজেলা এবং পৌর পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও অবদানের কথা স্মরণ করেন। বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি আন্দোলন চালিয়ে যাবে।
অনুষ্ঠানে ঘোড়াশাল ও পলাশের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বক্তারা শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।