শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করবে বিটিভি

- আপডেট সময় : ১১:০২:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- / 53

জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের শুনানি রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হবে। এই বিচারিক কার্যক্রম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।
শনিবার ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়, ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে রোববারের কোর্ট কার্যক্রম সরাসরি সম্প্রচারিত হবে।
এর আগে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মো. তাজুল ইসলাম বলেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে রোববার।”
উল্লেখ্য, গত ২০ মে ট্রাইব্যুনাল–১ এর বিচারকক্ষে আধুনিক ডিজিটাল প্রযুক্তির সংযোজন সম্পন্ন হয়েছে। এ প্রযুক্তির সহায়তায় এখন থেকে ট্রাইব্যুনালের অনুমোদনক্রমে যেকোনো বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচার কিংবা ধারণ করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা সম্ভব হবে।
চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম তার একটি ফেসবুক পোস্টে জানান, “জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রমের জন্য ট্রাইব্যুনালের কোর্টরুম ডিজিটাল প্রযুক্তিতে সুসজ্জিত করা হয়েছে। এখন থেকে এসব বিচারিক কার্যক্রম আদালতের অনুমতি অনুযায়ী সম্প্রচারযোগ্য হবে।”