ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সেন্টমার্টিনে শতাধিক ঘরবাড়ি তলিয়ে গেছে

প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
  • আপডেট সময় : ০৪:৪২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • / 39

সেন্টমার্টিনে শতাধিক ঘরবাড়ি তলিয়ে গেছে

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে টানা চার দিন ধরে বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত সেন্টমার্টিন দ্বীপ। প্রবল বৃষ্টি ও দমকা হাওয়ার সঙ্গে স্বাভাবিকের চেয়ে ৪-৫ ফুট উঁচু জোয়ারের পানি বৃহস্পতিবার (২৯ মে) রাত থেকে দ্বীপের গলাচিপা, কোনাপাড়া ও দক্ষিণপাড়াসহ কয়েকটি এলাকায় ঢুকে পড়ে। এতে শতাধিক ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে।

দ্বীপের স্থানীয় বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ী আবদুল মালেক জানান, চারপাশে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। সাগরের পানি অনেক বাড়িঘরে ঢুকে পড়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, তিনটি বড় পাড়া এখন পুরোপুরি পানির নিচে। ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক পরিবার।

স্থানীয় সূত্র জানায়, ঘাটে নোঙর করে রাখা বেশ কয়েকটি মাছ ধরার ট্রলার উঁচু ঢেউয়ে বিধ্বস্ত হয়েছে। শুক্রবার ভোরেও ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাতে দুর্ভোগ আরও বেড়ে যায়।

এদিকে টানা চার দিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে সব ধরনের যাত্রী ও মালবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে দ্বীপে দ্রুত বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, “পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বেশ কিছু ঘরবাড়ি প্লাবিত হয়েছে। তবে আতঙ্কের কিছু নেই। জনপ্রতিনিধিরা পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় রয়েছেন। প্রয়োজনে লোকজনকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি রয়েছে।”

তিনি আরও জানান, আবহাওয়া স্বাভাবিক হলে দ্রুত পণ্যবাহী ট্রলার পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সেন্টমার্টিনে শতাধিক ঘরবাড়ি তলিয়ে গেছে

আপডেট সময় : ০৪:৪২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে টানা চার দিন ধরে বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত সেন্টমার্টিন দ্বীপ। প্রবল বৃষ্টি ও দমকা হাওয়ার সঙ্গে স্বাভাবিকের চেয়ে ৪-৫ ফুট উঁচু জোয়ারের পানি বৃহস্পতিবার (২৯ মে) রাত থেকে দ্বীপের গলাচিপা, কোনাপাড়া ও দক্ষিণপাড়াসহ কয়েকটি এলাকায় ঢুকে পড়ে। এতে শতাধিক ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে।

দ্বীপের স্থানীয় বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ী আবদুল মালেক জানান, চারপাশে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। সাগরের পানি অনেক বাড়িঘরে ঢুকে পড়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, তিনটি বড় পাড়া এখন পুরোপুরি পানির নিচে। ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক পরিবার।

স্থানীয় সূত্র জানায়, ঘাটে নোঙর করে রাখা বেশ কয়েকটি মাছ ধরার ট্রলার উঁচু ঢেউয়ে বিধ্বস্ত হয়েছে। শুক্রবার ভোরেও ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাতে দুর্ভোগ আরও বেড়ে যায়।

এদিকে টানা চার দিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে সব ধরনের যাত্রী ও মালবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে দ্বীপে দ্রুত বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, “পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বেশ কিছু ঘরবাড়ি প্লাবিত হয়েছে। তবে আতঙ্কের কিছু নেই। জনপ্রতিনিধিরা পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় রয়েছেন। প্রয়োজনে লোকজনকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি রয়েছে।”

তিনি আরও জানান, আবহাওয়া স্বাভাবিক হলে দ্রুত পণ্যবাহী ট্রলার পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।