সেনাবাহিনীর হাতে এনসিপি নেতা আটক

- আপডেট সময় : ০২:১৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
- / 35

দিনাজপুরের পার্বতীপুরে চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন স্থানীয় নেতাকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৯ মে) রাতে মিঠাপুকুর-ফুলবাড়ী সড়কের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃত ব্যক্তি তারিকুল ইসলাম (৪০), পার্বতীপুর উপজেলার পশ্চিম রাজাবাসর গ্রামের মৃত মাহমুদুল সরকারের ছেলে। তিনি এনসিপির পার্বতীপুর শাখার সংগঠক।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
থানা সূত্রে জানা যায়, সম্প্রতি বড়পুকুরিয়া কয়লাখনির পরিত্যক্ত মালামাল (স্ক্র্যাপ) টেন্ডারের মাধ্যমে সংগ্রহ করে সেনা কল্যাণ সংস্থা। বৃহস্পতিবার সন্ধ্যায় মালামালবাহী দুটি ট্রাক কয়লাখনি এলাকা থেকে রওনা হওয়ার পর রাত পৌনে ৮টার দিকে রসুলপুর এলাকায় ট্রাক দুটির গতিরোধ করে তারিকুল ও তার সহযোগীরা। তারা ওই সময় চাঁদা দাবি করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সেনা ক্যাম্পের সদস্যরা তাৎক্ষণিক অভিযানে তারিকুল ইসলামকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। পরে সেনাবাহিনী ও র্যাব-১৩ এর একটি যৌথ দল তাকে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করে।
এ ঘটনায় সেনা কল্যাণ সংস্থার প্রতিনিধি আরিফুল ইসলাম বাদী হয়ে রাতেই থানায় একটি মামলা দায়ের করেন।