মমতার কটাক্ষ: মোদি এখন সিঁদুর বিক্রেতা

- আপডেট সময় : ০২:০৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
- / 37

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক বক্তব্য ও “অপারেশন সিঁদুর” নামকরণকে কটাক্ষ করে বলেছেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত একটি প্রচার কৌশল।
শুক্রবার আলিপুরদুয়ারে এক জনসভায় তিনি বলেন, “অপারেশন সিঁদুর” নামটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এটি তাদের (বিজেপির) মস্তিষ্কপ্রসূত পরিকল্পনা। আমি এ নিয়ে কথা বলতে চাইনি, কিন্তু প্রধানমন্ত্রী যখন পশ্চিমবঙ্গে এসে রাজনৈতিক বক্তব্য দেন, তখন জবাব দিতেই হয়।
মমতা আরও বলেন, “প্রথমে নিজেকে চা-বিক্রেতা বলেছিলেন, পরে নিজেকে দেশের প্রহরী বললেন, আর এখন সিঁদুর বিক্রি করতে এসেছেন।”
মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার জন্য প্রধানমন্ত্রী মোদির তোলা অভিযোগের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপিই সেখানে অশান্তি সৃষ্টি করেছে। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে, সময়মতো সেগুলো প্রকাশ করব।”
দুর্নীতি প্রসঙ্গে মমতা বলেন, “বিজেপি-শাসিত রাজ্যগুলোতে দুর্নীতির মাত্রা আরও বেশি, অথচ সেখানে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। বরং আমাদের রাজ্যকে বারবার টার্গেট করা হচ্ছে।”
এছাড়া কেন্দ্রীয় অর্থ বরাদ্দ নিয়েও অভিযোগ তুলে তিনি বলেন, “আমাদের রাজ্যের প্রাপ্য ১.৭৫ লক্ষ কোটি টাকা এখনো বকেয়া রয়েছে। প্রধানমন্ত্রী আগে সেই টাকা পরিশোধ করুন, তারপর আমাদের সমালোচনা করুন।”