শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে
পল্লবীতে ক্ষতিগ্রস্ত ৩ হাজার পরিবারের পাশে আমিনুল হক

- আপডেট সময় : ১০:১৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
- / 41

রাজধানীর পল্লবীর বিভিন্ন এলাকায় বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতায় ঘরবন্দি হয়ে পড়া ক্ষতিগ্রস্ত তিন হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
আজ শুক্রবার দুপুরে তিনি ঢাকা-১৬ আসনের নিজ নির্বাচনী এলাকার বেগুনটিলা বস্তি, দুয়ারিপাড়া, টি ব্লক, কালশী ও কাফরুলের বেশ কয়েকটি প্লাবিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন।
পরে তিনি এসব এলাকার তিন হাজার পরিবারের মাঝে রান্না করা খাবার, শুকনো খাদ্যসামগ্রী এবং বিশুদ্ধ পানীয় বিতরণ করেন। এ সময় আমিনুল হক বলেন, “জলাবদ্ধতার কারণে যতদিন এই দুর্ভোগ চলবে, ততদিন আমরা এই অসহায় পরিবারগুলোর পাশে থাকব এবং নিয়মিত রান্না করা খাবার বিতরণ অব্যাহত থাকবে।”
খাবার বিতরণকালে তিনি আরও বলেন, “জিয়াউর রহমান মানুষের পাশে ছিলেন, আমরাও তাঁর আদর্শে সেই পথেই আছি। বর্তমান রাজনৈতিক সংকট থেকে মুক্তি পেতে হলে শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হতে হবে। হতাশাগ্রস্ত জাতির মুক্তির পথ হতে পারে শহীদ জিয়ার আদর্শ।”

এছাড়াও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপির ১৩টি থানার বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থদের মাঝে রান্না করা খাবার এবং শাড়ি-লুঙ্গি বিতরণ করেন আমিনুল হক। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস. এম. জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, হাজী মো. ইউসুফ, মাহবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, কাফরুল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকরামুল হক, সাব্বির দেওয়ান জনি, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আশরাফ গাজী, মোকছেদুর রহমান আবির, আনিছুর রহমান, মোতালেব হোসেন হাওলাদার, পল্লবী থানা ৩ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম নজু, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি বাদশা মিয়া, পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালাম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া প্রমুখ।