উত্তাল সাগরে ভেসে এসে উপকূলে কয়লাবাহী জাহাজ

- আপডেট সময় : ০৩:৩২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
- / 36

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সাগরে উঁচু ঢেউ ও জলোচ্ছ্বাসের তোড়ে চট্টগ্রামের আনোয়ারায় উপকূলে উঠে এসেছে একটি কয়লাবাহী কার্গো জাহাজ। ‘নাভিমার-৩’ এবং ‘মারমেইড-৩’ নামের জাহাজ দুটি বৃহস্পতিবার (২৯ মে) রাত আনুমানিক ২টার দিকে রায়পুর ইউনিয়নের উঠান মাঝির ঘাট সংলগ্ন চরে আটকে পড়ে।
ঘটনার পর শুক্রবার (৩০ মে) সকাল থেকে এলাকাবাসীর ভিড় উপচে পড়ে ঘাট এলাকায়। পরে বেলা ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে জাহাজটির নিয়ন্ত্রণ নেয় কোস্টগার্ড সাঙ্গু স্টেশনের একটি দল।
স্থানীয়রা জানান, দুপুর থেকে সাগরে বাড়তে থাকে জোয়ারের পানি। রাতে শুরু হয় ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাস। রাতেই বিশাল আকৃতির কয়লাবাহী কার্গো জাহাজটি ঘাটসংলগ্ন চরে উঠে আসে, যা স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে দেয়। তবে জাহাজে কোনো মালামাল ছিল না।
জাহাজটির ওয়াচম্যান মিসকাতুর রহমান জানান, “বাঁশখালীর গণ্ডামারা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে কয়লা খালাস করে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে আমরা দিক হারাই। পরে জোয়ারের পানিতে চরে আটকে যাই।”
তিনি আরও জানান, জাহাজটি একটি দুবাইভিত্তিক প্রতিষ্ঠানের মালিকানাধীন এবং বাংলাদেশে কয়লা সরবরাহের কাজে ব্যবহৃত হয়।
স্থানীয় উঠান মাঝির ঘাট জামে মসজিদের খতিব রেজাউল করিম ফারুকী বলেন, “রাত দুইটার দিকে জাহাজটি মসজিদের পাশে আটকে যায়। এখনই সরানো না হলে ঢেউয়ের আঘাতে মসজিদ ও কবরস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে।”
কোস্টগার্ড সাঙ্গু স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অনিমেষ রায় বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা নিশ্চিত করি এবং জনসমাগম নিয়ন্ত্রণে আনি।”
আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আবদুল হান্নান বলেন, “বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ৯২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে আগামী দুই দিনও এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে।”