বাংলাদেশ-দ. আফ্রিকা ম্যাচে ক্রিকেটারদের হাতাহাতি

- আপডেট সময় : ০২:১০:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
- / 63

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের চার দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে দেখা গেল উত্তপ্ত দৃশ্য। বুধবার (২৮ মে) ম্যাচের দ্বিতীয় দিনে দুই দলের ক্রিকেটারদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে, যা আন্তর্জাতিক ক্রিকেটে একেবারেই বিরল।
ঘটনাটি ঘটে ১০৫তম ওভারে। বাংলাদেশের ব্যাটার রিপন মন্ডল প্রথম বলেই ডাউন দ্য উইকেটে গিয়ে ছক্কা মারেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন দক্ষিণ আফ্রিকার পেসার এনটুলি। এরপর তিনি রিপনের দিকে এগিয়ে গিয়ে কথা কাটাকাটি শুরু করেন এবং ধাক্কা দিতে উদ্যত হন। একপর্যায়ে এনটুলি রিপনের হেলমেটে হাত দেওয়ারও চেষ্টা করেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মাঠের দুই আম্পায়ার মুহাম্মদ কামরুজ্জামান ও আর্নো জ্যাকব দ্রুত এগিয়ে এসে দুই ক্রিকেটারকে আলাদা করেন। তবুও এনটুলি থামেননি, হাত নাড়িয়ে কিছু বলতেই থাকেন রিপনের উদ্দেশে। তবে রিপন ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামাল দেন এবং পরের বলটি সযত্নে রক্ষণ করেন।
উল্লেখ্য, সিরিজ নির্ধারণী এই ম্যাচের আগে চট্টগ্রামে প্রথম চার দিনের ম্যাচটি ড্র হয়েছিল। সেই ম্যাচে ৭ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান।
হাতাহাতির এই ঘটনাকে কেন্দ্র করে ম্যাচ শেষে দুজন খেলোয়াড়ের বিরুদ্ধেই শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ম্যাচ রেফারির রিপোর্টেই স্পষ্ট হবে, তাদের জন্য কী ধরনের শাস্তি অপেক্ষা করছে।