ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:২৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 58

নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির তিন অঙ্গসংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’কে কেন্দ্র করে নয়াপল্টনে জমে উঠেছে পরিবেশ। বুধবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা।

সমাবেশস্থল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ইতোমধ্যে মঞ্চ তৈরি শেষ হয়েছে। আশপাশের এলাকায় টানানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও সাউন্ড সিস্টেম। মাইকে বাজছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে নির্মিত গান। নেতাকর্মীদের মুখে নানা ধরনের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।

সকাল ১০টার পর থেকেই মিছিল আসতে থাকে রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহসহ অন্যান্য বিভাগীয় শহর থেকে আগত নেতাকর্মীদের অংশগ্রহণে। তাদের অনেকেই দলীয় রঙের টি-শার্ট পরে, মাথায় জাতীয় ও দলীয় পতাকা বেঁধে, ব্যানার-প্ল্যাকার্ড হাতে সমাবেশস্থলে হাজির হন।

সমাবেশে বিকেল ২টায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পুরো সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি লক্ষ্য করা গেছে। নয়াপল্টন এবং আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন পুলিশের পাশাপাশি র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।

তরুণদের সংগঠিত ও উদ্বুদ্ধ করতে বিএনপির এই তিন সংগঠন মে মাসজুড়ে বিভিন্ন বিভাগীয় শহরে সেমিনার ও সমাবেশ করছে। ইতোমধ্যে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় কর্মসূচি সম্পন্ন হয়েছে। আজকের নয়াপল্টনের সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল

আপডেট সময় : ১২:২৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

বিএনপির তিন অঙ্গসংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’কে কেন্দ্র করে নয়াপল্টনে জমে উঠেছে পরিবেশ। বুধবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা।

সমাবেশস্থল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ইতোমধ্যে মঞ্চ তৈরি শেষ হয়েছে। আশপাশের এলাকায় টানানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও সাউন্ড সিস্টেম। মাইকে বাজছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে নির্মিত গান। নেতাকর্মীদের মুখে নানা ধরনের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।

সকাল ১০টার পর থেকেই মিছিল আসতে থাকে রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহসহ অন্যান্য বিভাগীয় শহর থেকে আগত নেতাকর্মীদের অংশগ্রহণে। তাদের অনেকেই দলীয় রঙের টি-শার্ট পরে, মাথায় জাতীয় ও দলীয় পতাকা বেঁধে, ব্যানার-প্ল্যাকার্ড হাতে সমাবেশস্থলে হাজির হন।

সমাবেশে বিকেল ২টায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পুরো সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি লক্ষ্য করা গেছে। নয়াপল্টন এবং আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন পুলিশের পাশাপাশি র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।

তরুণদের সংগঠিত ও উদ্বুদ্ধ করতে বিএনপির এই তিন সংগঠন মে মাসজুড়ে বিভিন্ন বিভাগীয় শহরে সেমিনার ও সমাবেশ করছে। ইতোমধ্যে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় কর্মসূচি সম্পন্ন হয়েছে। আজকের নয়াপল্টনের সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।