দেশের সব সোনার দোকান বন্ধ ঘোষণা

- আপডেট সময় : ০৯:৫৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
- / 43

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) তাদের সহসভাপতি মো. রিপনুল হাসানের গ্রেপ্তারের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (২৮ মে) সন্ধ্যায় বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সহসভাপতি মো. রিপনুল হাসানকে “মিথ্যা ও হয়রানিমূলক মামলায়” গ্রেপ্তার করা হয়েছে। তার নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকাসহ সারাদেশের সব সোনার দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ, সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়সহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা এই গ্রেপ্তারে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন এবং এর তীব্র নিন্দা জানিয়েছেন।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, “আমাদের সহসভাপতিকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার করা হয়েছে, যা ব্যবসায়ী সমাজের জন্য চরম অপমানজনক ও দুঃখজনক। যতক্ষণ না তাকে নিঃশর্ত মুক্তি দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত জুয়েলারি ব্যবসা চালু রাখা সম্ভব নয়।”
জানা গেছে, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর তাঁতীবাজার এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মো. রিপনুল হাসানকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে।
এই ঘোষণার ফলে আগামীকাল বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকেই ঢাকাসহ সারাদেশে সোনার দোকানগুলো বন্ধ থাকবে, যা জুয়েলারি শিল্প ও সাধারণ ক্রেতাদের জন্য বড় ধরনের প্রভাব ফেলতে পারে।