ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের নতুন স্লোগানে উদ্দীপ্ত বিএনপি

মোঃ হাছানুর ইমাম জুয়েল
  • আপডেট সময় : ১০:০৮:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 46

তারেক রহমানের নতুন স্লোগানে উদ্দীপ্ত বিএনপি

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’-এ নতুন এক স্লোগান তুলে ধরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বুধবার (২৮ মে) বিকেলে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তিনি। জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই কর্মসূচির আয়োজন করে।

বক্তব্যের এক পর্যায়ে তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আপনাদের সামনে একটি ছোট্ট স্লোগান তুলে ধরতে চাই, দয়া করে মন দিয়ে শুনবেন। প্রথমে আমি বলব, এরপর আপনারা সবাই একসাথে বলবেন।”

এরপর তিনি বলেন: “দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ… সবার আগে বাংলাদেশ।”

তার এই স্লোগান সমাবেশে উপস্থিত দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং স্লোগানটি ধ্বনিত হয় পুরো এলাকায়।

বক্তব্যে তিনি বলেন, “নির্বাচন নিয়ে এখন টালবাহানা চলছে। অল্প সংস্কার না বেশি সংস্কার—এ নিয়ে টানাপোড়েন চলছে। এটি সময়ক্ষেপণের একটি কৌশল মাত্র। কারও ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। তবে আমরা আবারও বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।”

তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় না থাকলেও সব সময় জনগণের কল্যাণ নিয়ে ভাবছে। আমরা যদি জনগণের সমর্থনে নির্বাচিত হতে পারি, তাহলে সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেব।”

তারেক রহমান বলেন, “এখন আর কেবল কথা বলার সময় নয়, এখন বাস্তবায়নের সময়। দেশের বিপুল জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তর করতে পারলে বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না।”

তার এই বক্তব্য ও নতুন স্লোগানকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা দেখা যাচ্ছে বলে জানিয়েছেন উপস্থিত নেতা-কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তারেক রহমানের নতুন স্লোগানে উদ্দীপ্ত বিএনপি

আপডেট সময় : ১০:০৮:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’-এ নতুন এক স্লোগান তুলে ধরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বুধবার (২৮ মে) বিকেলে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তিনি। জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই কর্মসূচির আয়োজন করে।

বক্তব্যের এক পর্যায়ে তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আপনাদের সামনে একটি ছোট্ট স্লোগান তুলে ধরতে চাই, দয়া করে মন দিয়ে শুনবেন। প্রথমে আমি বলব, এরপর আপনারা সবাই একসাথে বলবেন।”

এরপর তিনি বলেন: “দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ… সবার আগে বাংলাদেশ।”

তার এই স্লোগান সমাবেশে উপস্থিত দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং স্লোগানটি ধ্বনিত হয় পুরো এলাকায়।

বক্তব্যে তিনি বলেন, “নির্বাচন নিয়ে এখন টালবাহানা চলছে। অল্প সংস্কার না বেশি সংস্কার—এ নিয়ে টানাপোড়েন চলছে। এটি সময়ক্ষেপণের একটি কৌশল মাত্র। কারও ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। তবে আমরা আবারও বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।”

তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় না থাকলেও সব সময় জনগণের কল্যাণ নিয়ে ভাবছে। আমরা যদি জনগণের সমর্থনে নির্বাচিত হতে পারি, তাহলে সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেব।”

তারেক রহমান বলেন, “এখন আর কেবল কথা বলার সময় নয়, এখন বাস্তবায়নের সময়। দেশের বিপুল জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তর করতে পারলে বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না।”

তার এই বক্তব্য ও নতুন স্লোগানকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা দেখা যাচ্ছে বলে জানিয়েছেন উপস্থিত নেতা-কর্মীরা।