চাঁদ দেখা গেছে, ৭ জুন পবিত্র ঈদুল আজহা

- আপডেট সময় : ১১:১৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
- / 43

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৭ জুন (শনিবার) দেশজুড়ে ঈদুল আজহা উদযাপিত হবে।
বুধবার (২৮ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দেশের বিভিন্ন জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর ও ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের কার্যালয় থেকে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
সভা শেষে জানানো হয়, বৃহস্পতিবার (২৯ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সেই অনুযায়ী ৭ জুন (১০ জিলহজ) সারাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।
চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার। এতে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. আয়াতুল ইসলাম, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. নূরুল করিম, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মো. নাজিম উদ্দিন, এবং আরও অনেক সংশ্লিষ্ট প্রতিনিধি ও ধর্মীয় বিদ্বানরা।

ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, চাঁদ দেখার খবর সংগ্রহের জন্য সারাদেশে টেলিফোন ও ফ্যাক্স নম্বর চালু রাখা হয়েছিল। দেশের বিভিন্ন অঞ্চল থেকে চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়ার পরই ঈদের তারিখ চূড়ান্ত করা হয়।
এদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও ইন্দোনেশিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ২৮ মে চাঁদ দেখা গেছে। এসব দেশে ৫ জুন পালিত হবে আরাফার দিন এবং ৬ জুন উদযাপিত হবে ঈদুল আজহা।
ঈদুল আজহা মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। কোরবানির মাধ্যমে এই ঈদ উদযাপন করা হয় মহান আল্লাহর প্রতি হজরত ইব্রাহিম (আ.)-এর আনুগত্য ও ত্যাগের স্মরণে।