কুড়িগ্রাম সীমান্তে গুলির পর ড্রোন উড়াল বিএসএফ

- আপডেট সময় : ১২:১৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
- / 61

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলির ঘটনার পর এবার ওই এলাকায় ড্রোন উড়াতে দেখা গেছে। মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টা ৪৫ মিনিটে রৌমারীর বড়াইবাড়ী সীমান্তে এ ড্রোন উড়তে দেখা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বড়াইবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার আঞ্জু মিয়া।
এর আগে একই দিন ভোরে রৌমারী সদর ইউনিয়নের বড়াইবাড়ী সীমান্তে বিএসএফ ৪ রাউন্ড গুলি ছোড়ে। স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, উপজেলার বড়াইবাড়ী সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ১০৬৭-এর ১ সাব এলাকায় ভারতের আসাম রাজ্যের মানকারচর থানাধীন কাকরিপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা ১৪ জন নারী-পুরুষকে বাংলাদেশের ভেতরে পুশইন করার চেষ্টা করে।
ঘটনার পর বিজিবি ওই ভারতীয় নাগরিকদের শূন্যরেখায় নিয়ে গেলে বিএসএফের সদস্যরা উত্তেজনাকর আচরণ করে এবং অকথ্য ভাষায় গালাগালির পাশাপাশি ৪ রাউন্ড গুলি ছোড়ে। পরিস্থিতি উত্তপ্ত হলে বিজিবি শূন্যরেখায় অবস্থান নেয়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারাও সেখানে ছুটে যান এবং শূন্যরেখায় উপস্থিত হন।
ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বলেও জানা গেছে।