মোংলায় ভিড়লো ৪৭০ রিকন্ডিশন্ড গাড়ি

- আপডেট সময় : ১১:১৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / 176

৪৭০টি রিকন্ডিশন্ড (পুনঃসংস্কারকৃত) গাড়ি নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ ‘এমভি ভাইকিং ড্রাইভ’। সোমবার (২৬ মে) দুপুরে এটি বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙর করে।
মোংলা বন্দরের উপপরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান জানান, ক্রাউন নেভিগেশন শিপিং এজেন্টের তত্ত্বাবধানে গাড়ি বহনকারী এই জাহাজটি মোংলা বন্দরে এসেছে। ১৬৪ মিটার দৈর্ঘ্য এবং ৭ মিটার ড্রাফটবিশিষ্ট জাহাজটি গাড়ি খালাসের কাজ শেষ করে ২৭ মে বন্দর ত্যাগ করবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, “বর্তমানে দেশের মোট আমদানিকৃত গাড়ির ৬০ শতাংশ মোংলা বন্দরের মাধ্যমে আসে। গাড়ি আমদানিকারকদের জন্য বন্দর কর্তৃপক্ষ নানা সুবিধা বাড়ানোর ফলে মোংলা বন্দরের মাধ্যমে গাড়ি আমদানি ক্রমাগত বাড়ছে।”
বন্দরের অবকাঠামো উন্নয়ন, দ্রুত খালাস প্রক্রিয়া ও সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে আমদানিকারকরা দিনদিন মোংলাকে বেছে নিচ্ছেন, এমনটাই জানাচ্ছে সংশ্লিষ্ট সূত্র। মোংলা বন্দরে রোল-অন/রোল-অফ (RoRo) জাহাজে গাড়ি খালাস কার্যক্রম এখন নিয়মিত হয়ে উঠেছে।