নরসিংদীতে তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক কর্মশালা

- আপডেট সময় : ১১:৩৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / 48

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৪–২০২৫ অর্থবছরের আওতায় “তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণ” বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নরসিংদীতে। সোমবার (২৬ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে নরসিংদী জেলা তথ্য অফিস। সভাটি পরিচালনায় সহায়তা করে নরসিংদী জেলা প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। তিনি বলেন, “আমাদের একঝাঁক সচেতন, সৃজনশীল তরুণ প্রজন্মের প্রয়োজন। তোমাদের লক্ষ্য স্থির রাখতে হবে, তাহলে সফলতা অবশ্যই আসবে। তোমরাই জাতির ভবিষ্যৎ, জাতি তোমাদের দিকে তাকিয়ে আছে।” তিনি আরও বলেন, “ইন্টারনেট ব্যবহারে ভালো দিকগুলো গ্রহণ করো, খারাপ দিক থেকে দূরে থেকো। তাহলেই দেশ এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান। স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার মো. ওবাইদুল কবির মোল্লা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুজন চন্দ্র সরকার, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো. নূরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ইউসুফ আলী, নরসিংদী উদয়ন কলেজের শিক্ষার্থী মো. নাজমুল, এবং বিয়াম জিলা স্কুলের শিক্ষার্থী প্রাপ্তি সাহা।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী জেলা তথ্য অফিসার আফসানা আখতার।
আলোচনা সভায় তরুণদের মাঝে নেতৃত্ব, সততা, দায়িত্ববোধ ও দেশপ্রেম জাগ্রত করার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। বক্তারা বিশ্বাস করেন, সঠিক দিকনির্দেশনায় এই তরুণরাই ভবিষ্যতের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপকার হবে।