ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ববিতে ক্লাসে খুলে পড়ল সিলিং ফ্যান, আহত শিক্ষিকা

প্রতিনিধি, বরিশাল বিশ্ববিদ্যালয়
  • আপডেট সময় : ০২:২৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / 50

ববিতে ক্লাসে খুলে পড়ল সিলিং ফ্যান, আহত শিক্ষিকা

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক খাদিজা আক্তার ক্লাস নেওয়ার সময় শ্রেণিকক্ষের সিলিং ফ্যান খুলে পড়ে আহত হয়েছেন। শনিবার (২৪ মে) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ক্লাস চলাকালীন খাদিজা আক্তার লেকচার দিচ্ছিলেন। হঠাৎ করেই কক্ষের সিলিং ফ্যানটি ছিঁড়ে তার দিকে পড়ে। তিনি দ্রুত সরে যাওয়ার চেষ্টা করলেও ফ্যানের একটি পাখা তার মাথায় আঘাত করে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ও উদ্বেগ দেখা দেয়।

আহত শিক্ষিকা খাদিজা আক্তার বলেন, “আমি তখন প্রেজেন্টেশন নিচ্ছিলাম। হঠাৎ করেই ফ্যানটি খুলে পড়ে। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা—সব সময় এমনটা ঘটে না। সবচেয়ে বড় কথা হলো, ফ্যানটি কোনো শিক্ষার্থীর ওপর পড়েনি—এটা আল্লাহর অশেষ রহমত। আমার মাথার মাঝ বরাবর না পড়ে এক পাশে পড়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি।”

তার শারীরিক অবস্থা সম্পর্কে তিনি জানান, “মাথা, কান ও মুখে এখনও ফোলা আছে। চিকিৎসক ব্যথানাশক দিয়েছেন। যদি দ্রুত সেরে না উঠি, তবে সিট স্ক্যান করার কথা বলেছেন।”

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডা. কামরুন্নাহার বলেন, “শিক্ষিকার আঘাতপ্রাপ্ত স্থানে ফোলা রয়েছে। বড় কোনো জখম হয়নি। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আশা করছি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”

এদিকে ঘটনাটি জানার পর বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মো. মুরশিদ আবেদীন বলেন, “আমি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। দ্রুত সব শ্রেণিকক্ষ পরিদর্শন করে ফ্যান ও অন্যান্য সরঞ্জামের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ববিতে ক্লাসে খুলে পড়ল সিলিং ফ্যান, আহত শিক্ষিকা

আপডেট সময় : ০২:২৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক খাদিজা আক্তার ক্লাস নেওয়ার সময় শ্রেণিকক্ষের সিলিং ফ্যান খুলে পড়ে আহত হয়েছেন। শনিবার (২৪ মে) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ক্লাস চলাকালীন খাদিজা আক্তার লেকচার দিচ্ছিলেন। হঠাৎ করেই কক্ষের সিলিং ফ্যানটি ছিঁড়ে তার দিকে পড়ে। তিনি দ্রুত সরে যাওয়ার চেষ্টা করলেও ফ্যানের একটি পাখা তার মাথায় আঘাত করে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ও উদ্বেগ দেখা দেয়।

আহত শিক্ষিকা খাদিজা আক্তার বলেন, “আমি তখন প্রেজেন্টেশন নিচ্ছিলাম। হঠাৎ করেই ফ্যানটি খুলে পড়ে। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা—সব সময় এমনটা ঘটে না। সবচেয়ে বড় কথা হলো, ফ্যানটি কোনো শিক্ষার্থীর ওপর পড়েনি—এটা আল্লাহর অশেষ রহমত। আমার মাথার মাঝ বরাবর না পড়ে এক পাশে পড়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি।”

তার শারীরিক অবস্থা সম্পর্কে তিনি জানান, “মাথা, কান ও মুখে এখনও ফোলা আছে। চিকিৎসক ব্যথানাশক দিয়েছেন। যদি দ্রুত সেরে না উঠি, তবে সিট স্ক্যান করার কথা বলেছেন।”

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডা. কামরুন্নাহার বলেন, “শিক্ষিকার আঘাতপ্রাপ্ত স্থানে ফোলা রয়েছে। বড় কোনো জখম হয়নি। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আশা করছি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”

এদিকে ঘটনাটি জানার পর বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মো. মুরশিদ আবেদীন বলেন, “আমি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। দ্রুত সব শ্রেণিকক্ষ পরিদর্শন করে ফ্যান ও অন্যান্য সরঞ্জামের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”