গয়েশ্বর চন্দ্র রায়
ইউনূস সাহেব ২৪ ঘণ্টাও টিকবেন না

- আপডেট সময় : ০৮:৪৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / 73

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বর্তমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকতে মৌলবাদী গোষ্ঠীকে একত্রিত করেছেন এবং তার সংস্কার পরিকল্পনায় বাস্তব ক্ষমতার অভাব রয়েছে।
রোববার (২৫ মে) জাতীয় প্রেস ক্লাবে ১২ দলীয় জোট আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, “আমরা যদি বলি আগামীকাল রাস্তায় নামব, তাহলে ইউনূস সাহেব ২৪ ঘণ্টাও টিকতে পারবেন না। তবে আমরা চাই না পরিস্থিতি সে পর্যায়ে যাক। আমরা চাই, ড. ইউনূসই সফল হোন। তার সফলতা মানে আমাদের জুলাই-আগস্টের আন্দোলনের সফলতা।”
প্রধান উপদেষ্টার সংস্কার উদ্যোগকে তুলনা করে তিনি বলেন, “আপনার তো সংস্কার করার ক্ষমতা নেই। নারী যদি সুন্দরীও হয়, কিন্তু যদি সন্তান জন্ম দিতে না পারে, তাহলে সে আকর্ষণীয় হলেও ফলপ্রসূ নয়। তেমনি আপনার উদ্যোগেও গঠনমূলক কিছু নেই।”
গয়েশ্বর আরও অভিযোগ করেন, “ড. ইউনূস মৌলবাদী শক্তিগুলোর সঙ্গে ঐক্য গড়ে তুলেছেন, যারা আন্তর্জাতিক অঙ্গনে অশান্তির কারণ হিসেবে পরিচিত। আর দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালানোর বদলে সরকার দুর্নীতিবাজদের রক্ষা করছে, তাদের সঙ্গে আঁতাত করছে।”
জুলাইয়ের আন্দোলন প্রসঙ্গে গয়েশ্বর বলেন, “২০২৪ সালের জুলাইয়ে যারা ১১ দিন আন্দোলন করে এখন মুকুট দাবি করছেন, তাদের সেই স্বীকৃতি জাতি অনেক আগেই দিয়েছে। আমরাও দিয়েছি। এখন আর আলাদা করে মুকুট চাওয়ার কিছু নেই।”
সভায় তিনি বলেন, বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, নির্বাচনের স্বচ্ছতা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা। “এই লক্ষ্য অর্জনের আগেই যেন আমার মৃত্যু না হয়, সেই প্রার্থনাই করি,” বলেন গয়েশ্বর চন্দ্র রায়।