সাংবাদিক কম আসায় ফের স্থগিত ফারুকীর সংবাদ সম্মেলন

- আপডেট সময় : ০৯:০৬:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / 64

বাংলা একাডেমি সংস্কার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উপস্থিতি আশানুরূপ না হওয়ায় আবারও স্থগিত করতে হয়েছে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সংবাদ সম্মেলন। এটি দ্বিতীয়বারের মতো স্থগিত করা হলো।
শনিবার (২৪ মে) দুপুর ২টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে সংবাদ সম্মেলনটি শুরু হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে মাত্র পাঁচজন সাংবাদিক উপস্থিত হন। এরপর উপদেষ্টা ও আয়োজকরা আরও দেড় ঘণ্টা অপেক্ষা করেন, কিন্তু সাড়ে ৩টা পর্যন্ত নতুন কেউ না আসায় অনুষ্ঠান স্থগিতের ঘোষণা দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
এর আগেও গত বৃহস্পতিবার (২২ মে) একই সময়ে সংবাদ সম্মেলন আয়োজনের পরিকল্পনা ছিল, তবে “অনিবার্য” কারণ দেখিয়ে সেটিও স্থগিত করা হয়।
মহাপরিচালক আজম বলেন, “দুবারই সাংবাদিকদের অংশগ্রহণ আশানুরূপ হয়নি। তাই সম্মেলন স্থগিত করতে হয়েছে। পরে নতুন তারিখ নির্ধারণ করে সাংবাদিকদের জানানো হবে।”