বিএনপি-জামায়াতকে যমুনায় আমন্ত্রণ

- আপডেট সময় : ১২:২৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / 49

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়ে আলোচনার জন্য বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন। শনিবার (২৪ মে) সন্ধ্যায় রাজধানীর যমুনা রেসিডেন্সে পৃথকভাবে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে এবং রাত সাড়ে ৮টায় জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, সাড়ে ৭টায় সাক্ষাতের সময় আমাদেরকে জানানো হয়েছে। এদিকে, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দেশের চলমান উদ্ভূত পরিস্থিতিতে ইতিমধ্যে জামায়াতে ইসলামীর আমির সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন। সার্বিক বিষয় নিয়ে আলাপ করতে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে সময় চেয়েছিলাম। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের শনিবার রাতে সাক্ষাতের সময়সূচি জানানো হয়েছে।
এ বেঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং জামায়াতে ইসলামীর নেতৃত্ব দেবেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
জামায়াতের পক্ষ থেকে বৈঠকে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেন, “চলমান পরিস্থিতি নিয়ে গঠনমূলক আলোচনা করতে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করব।”
সূত্র জানিয়েছে, জামায়াত মনে করে, বর্তমান সংকটের সমাধানে প্রধান উপদেষ্টার পদত্যাগ নয়, বরং তার নেতৃত্বেই একটি গ্রহণযোগ্য নির্বাচন হওয়া প্রয়োজন। এর আগেই জামায়াত আমির ডা. শফিকুর রহমান সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছিলেন।
প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠকে নির্বাচন, বিচার ব্যবস্থা, প্রশাসনিক সংস্কার এবং ‘জুলাই গণঅভ্যুত্থান’ ঘিরে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য পুনঃপ্রতিষ্ঠার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে বলে জানা গেছে।