ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের আগে এনসিপির পাঁচ দফা দাবি

সিনিয়র প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৪৯:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 28

নির্বাচনের আগে এনসিপির পাঁচ দফা দাবি

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে পাঁচটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৪ মে) রাত সাড়ে আটটার দিকে এনসিপির চার সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে বৈঠকে অংশ নেয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, “আমরা প্রধান উপদেষ্টার কাছে পাঁচটি বিষয় তুলে ধরেছি— (১) গ্রহণযোগ্য নির্বাচনের আগে রাষ্ট্রীয় সংস্কার নিশ্চিত করা, (২) বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ, (৩) অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, (৪) নির্বাচনে সেনা মোতায়েন এবং (৫) জনগণের ভোটাধিকার ও নাগরিক স্বাধীনতার নিশ্চয়তা।”

তিনি আরও অভিযোগ করেন, “বর্তমানে দেশে একটি নতুন এক-এগারোর ছক কষা হচ্ছে। জনগণ তা প্রতিহত করবে।” সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তাদের অপসারণের দাবি করেন তিনি।

এর আগে, রাত সাড়ে ৮টায় জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এক ঘণ্টার ওই বৈঠক শেষে জামায়াতের আমির ড. শফিকুর রহমান বলেন, “গত ১৫ বছরে জনগণ তিনটি নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এবার তারা সেই অধিকার ফিরে পেতে চায়।”

তিনি বলেন, “নির্বাচনের আগে সংস্কার ও একটি পরিষ্কার রোডম্যাপ ঘোষণাই হবে অস্থিরতা নিরসনের একমাত্র পথ। আমরা সময় বেঁধে দিইনি। সংস্কার সম্পন্ন হলে নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে, নতুবা রোজার পরপরই হতে পারে।”

বিএনপির প্রতিনিধিদলের সঙ্গেও একই দিন সন্ধ্যায় বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। সেখানে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং বিতর্কিত তিন উপদেষ্টার অপসারণের দাবি তোলে।

সব দলের সঙ্গে সংলাপ শেষে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর আশাবাদ জানিয়ে জামায়াতের আমির বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন, দেশ আমাদের সবার। তিনি একটি নিরপেক্ষ, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চান। তিনি যেনতেন নির্বাচন চান না। সবার মতামত নিয়ে তিনি সময়োপযোগী সিদ্ধান্ত নেবেন।”

বর্তমান রাজনৈতিক অস্থিরতা, ‘পদত্যাগ ভাবনা’ এবং সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্য ঘিরে চাপ বাড়ছে অন্তর্বর্তী সরকারের ওপর। এই প্রেক্ষাপটে দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার মধ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। রোববারও একাধিক দলের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নির্বাচনের আগে এনসিপির পাঁচ দফা দাবি

আপডেট সময় : ১০:৪৯:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে পাঁচটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৪ মে) রাত সাড়ে আটটার দিকে এনসিপির চার সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে বৈঠকে অংশ নেয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, “আমরা প্রধান উপদেষ্টার কাছে পাঁচটি বিষয় তুলে ধরেছি— (১) গ্রহণযোগ্য নির্বাচনের আগে রাষ্ট্রীয় সংস্কার নিশ্চিত করা, (২) বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ, (৩) অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, (৪) নির্বাচনে সেনা মোতায়েন এবং (৫) জনগণের ভোটাধিকার ও নাগরিক স্বাধীনতার নিশ্চয়তা।”

তিনি আরও অভিযোগ করেন, “বর্তমানে দেশে একটি নতুন এক-এগারোর ছক কষা হচ্ছে। জনগণ তা প্রতিহত করবে।” সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তাদের অপসারণের দাবি করেন তিনি।

এর আগে, রাত সাড়ে ৮টায় জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এক ঘণ্টার ওই বৈঠক শেষে জামায়াতের আমির ড. শফিকুর রহমান বলেন, “গত ১৫ বছরে জনগণ তিনটি নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এবার তারা সেই অধিকার ফিরে পেতে চায়।”

তিনি বলেন, “নির্বাচনের আগে সংস্কার ও একটি পরিষ্কার রোডম্যাপ ঘোষণাই হবে অস্থিরতা নিরসনের একমাত্র পথ। আমরা সময় বেঁধে দিইনি। সংস্কার সম্পন্ন হলে নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে, নতুবা রোজার পরপরই হতে পারে।”

বিএনপির প্রতিনিধিদলের সঙ্গেও একই দিন সন্ধ্যায় বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। সেখানে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং বিতর্কিত তিন উপদেষ্টার অপসারণের দাবি তোলে।

সব দলের সঙ্গে সংলাপ শেষে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর আশাবাদ জানিয়ে জামায়াতের আমির বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন, দেশ আমাদের সবার। তিনি একটি নিরপেক্ষ, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চান। তিনি যেনতেন নির্বাচন চান না। সবার মতামত নিয়ে তিনি সময়োপযোগী সিদ্ধান্ত নেবেন।”

বর্তমান রাজনৈতিক অস্থিরতা, ‘পদত্যাগ ভাবনা’ এবং সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্য ঘিরে চাপ বাড়ছে অন্তর্বর্তী সরকারের ওপর। এই প্রেক্ষাপটে দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার মধ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। রোববারও একাধিক দলের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।