তিন উপদেষ্টার অপসারণ ও নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি

- আপডেট সময় : ০৯:৫৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / 54

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনজন বিতর্কিত উপদেষ্টাকে অপসারণ এবং ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। শনিবার (২৪ মে) রাতে অনুষ্ঠিত বৈঠকে এসব দাবি তুলে ধরে দলটির প্রতিনিধিদল।
বিএনপি বলেছে, বিতর্কিত উপদেষ্টাদের কারণে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। তারা যাদের অপসারণ চেয়েছে, তাদের মধ্যে রয়েছেন—জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, যুব ও ক্রীড়া ও স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া সজীব, এবং তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।
বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান জানান, নির্বাচন সামনে রেখে নির্দিষ্ট সময়সীমার মধ্যে গ্রহণযোগ্য রোডম্যাপ চাইছে বিএনপি, পাশাপাশি বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের প্রয়োজনীয়তা রয়েছে।
এ বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন নির্বাচন ও অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিষয়ে মতবিরোধ এবং সেনাপ্রধানের বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা বাড়ছে। এর মধ্যেই প্রধানমন্ত্রী পদে থাকা নিয়ে ইউনূসের ‘পদত্যাগ ভাবনা’ ঘিরেও জল্পনা চলছে।
শনিবার রাত পৌনে ৮টার দিকে রাজধানীর যমুনাস্থ রাষ্ট্রীয় অতিথি ভবনে এই বৈঠক শুরু হয়, যা প্রায় ৫০ মিনিট স্থায়ী ছিল। বিএনপির চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন খন্দকার মোশাররফ হোসেন। তাঁর সঙ্গে ছিলেন ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।
বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে ব্রিফিং করেন ড. মঈন খান। সরকারের পক্ষ থেকে ব্রিফিংয়ের কথা রয়েছে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের।
বিএনপির সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টা জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এরপর বৈঠক করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গেও।