সালাউদ্দিন আহমেদের কাছে সারজিসের ৩ আহ্বান

- আপডেট সময় : ০৬:৫৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
- / 53

নির্বাচনের রোডম্যাপ চাওয়ার পাশাপাশি গণহত্যার বিচার, মৌলিক রাষ্ট্রীয় সংস্কার এবং জুলাইয়ের ঘটনার জন্য দায়ীদের বিচারের রূপরেখা দাবি করেছেন এনসিপি নেতা সারজিস আলম। তিনি এই আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের প্রতি।
শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সারজিস লেখেন, “আজ বিএনপির সালাহউদ্দিন ভাই বলেছেন, ‘চলমান সংকট সমাধানের একমাত্র পথ নির্বাচনী রোডম্যাপ দেওয়া।’ কিন্তু এই মন্তব্য সাধারণ জনগণ, শহীদ পরিবার, এবং আহত যোদ্ধাদের মনে আশাহত করে, যারা জীবনের ঝুঁকি নিয়ে ৫ আগস্ট রাস্তায় নেমেছিলেন।”
তিনি বলেন, বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে শুধু নির্বাচনের রোডম্যাপ দাবি করলে তা সংগ্রামী মানুষের প্রত্যাশা পূরণ করে না। তিনি দাবি জানান—নির্বাচনের পাশাপাশি দেশে সংঘটিত গণহত্যার বিচার, মৌলিক সংস্কার এবং জুলাইয়ের ঘটনার নির্দেশদাতাদের বিচারের রোডম্যাপ প্রকাশের।
সারজিস আলম আরও বলেন, “এত বড় গণআন্দোলনের পর যদি বিএনপি কেবল নির্বাচন নিয়েই কথা বলে, তাহলে আমরা শুধু নয়—বাংলাদেশও আশাহত হয়।”
তিনি বিএনপিকে আহ্বান জানান, জাতির আস্থার জায়গায় দাঁড়িয়ে একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক রূপরেখা উপস্থাপন করতে, যেখানে থাকবে জবাবদিহি, ন্যায়বিচার এবং একটি গণতান্ত্রিক নতুন শুরুর পথনির্দেশ।