রোহিঙ্গা ক্যাম্পে যুবকের রহস্যজনক মৃত্যু

- আপডেট সময় : ০১:৪৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / 70

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েস্টের ডি-১৩ ব্লকে বসবাসরত এক রোহিঙ্গা যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম শফি আলম (২৮)। তাঁর পিতা এরশাদ হোসেন এবং মাতা মরিয়ম বেগম। তিনি এফসিএন-১৫৯৭২৪ নম্বরের নিবন্ধিত রোহিঙ্গা।
স্থানীয় সূত্র জানায়, ২১ মে দিবাগত রাত ১২টা থেকে ২টার মধ্যে হঠাৎ অসুস্থ বোধ করলে শফি আলম মায়ের কক্ষে ঘুমাতে যান। পরদিন ভোরে মা তাকে নিথর অবস্থায় দেখতে পান। পরে আশপাশের লোকজনকে ডেকে বিষয়টি জানানো হয়।
খবর পেয়ে উখিয়া থানার এসআই সুমন কুমার দে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রস্তুত করেন। সুরতহালে গলায় দাগ থাকলেও অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বলেন, “গলায় দাগ থাকায় বিষয়টি সন্দেহজনক। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার সম্ভাবনা বিবেচনায় নেওয়া হলেও আমরা ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি।”
নিহতের পরিবার জানায়, শফি আলম দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থতায় ভুগছিলেন। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।
ঘটনার পর এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, এবং কোনো আলামত জব্দ করা যায়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ক্যাম্প এলাকায় পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক।