ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মোংলায় জলবায়ু পরিবর্তন বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

মাসুদ রানা, মোংলা (বাগেরহাট)
  • আপডেট সময় : ০৮:০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / 144

মোংলায় জলবায়ু পরিবর্তন বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“জীবাশ্ম জ্বালানি নয়, একমাত্র নবায়নযোগ্য জ্বালানিই রুখতে পারে জলবায়ু পরিবর্তন”—এ প্রতিপাদ্যে মোংলায় অনুষ্ঠিত হয়েছে একটি সচেতনতামূলক বিতর্ক প্রতিযোগিতা। বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টায় মোংলা সরকারি কলেজ মিলনায়তনে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই আয়োজনের যৌথ আয়োজক ছিল ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), মোংলা সরকারি কলেজ, ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটারকিপার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশকর্মী ও পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী। বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. অসিত বসু। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক এস এম মাহবুবুর রহমান ও প্রভাষক সাহারা বেগম।

বিচারকের দায়িত্ব পালন করেন প্রভাষক শ্যামা প্রসাদ সেন, প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস, প্রভাষক মোঃ আরিফুজ্জামান, প্রভাষক মমতাজ খানম এবং প্রভাষক রূপা দাস।

বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় একাদশ শ্রেণির মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। যুক্তি, তথ্য ও উপস্থাপনায় এগিয়ে থেকে বিজয়ী হয় বিজ্ঞান বিভাগের পক্ষ দল। সেরা বক্তা নির্বাচিত হন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অথৈ মিস্ত্রী।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পরিবেশ ও জলবায়ুবিষয়ক বই তুলে দেন অতিথিবৃন্দ। বক্তারা বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা বৃদ্ধি ও নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব বোঝাতে কার্যকর ভূমিকা রাখবে।

এই আয়োজনটি জলবায়ু সংকট মোকাবেলায় তরুণদের চিন্তা ও অংশগ্রহণ উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রশংসিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোংলায় জলবায়ু পরিবর্তন বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

আপডেট সময় : ০৮:০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

“জীবাশ্ম জ্বালানি নয়, একমাত্র নবায়নযোগ্য জ্বালানিই রুখতে পারে জলবায়ু পরিবর্তন”—এ প্রতিপাদ্যে মোংলায় অনুষ্ঠিত হয়েছে একটি সচেতনতামূলক বিতর্ক প্রতিযোগিতা। বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টায় মোংলা সরকারি কলেজ মিলনায়তনে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই আয়োজনের যৌথ আয়োজক ছিল ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), মোংলা সরকারি কলেজ, ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটারকিপার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশকর্মী ও পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী। বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. অসিত বসু। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক এস এম মাহবুবুর রহমান ও প্রভাষক সাহারা বেগম।

বিচারকের দায়িত্ব পালন করেন প্রভাষক শ্যামা প্রসাদ সেন, প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস, প্রভাষক মোঃ আরিফুজ্জামান, প্রভাষক মমতাজ খানম এবং প্রভাষক রূপা দাস।

বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় একাদশ শ্রেণির মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। যুক্তি, তথ্য ও উপস্থাপনায় এগিয়ে থেকে বিজয়ী হয় বিজ্ঞান বিভাগের পক্ষ দল। সেরা বক্তা নির্বাচিত হন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অথৈ মিস্ত্রী।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পরিবেশ ও জলবায়ুবিষয়ক বই তুলে দেন অতিথিবৃন্দ। বক্তারা বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা বৃদ্ধি ও নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব বোঝাতে কার্যকর ভূমিকা রাখবে।

এই আয়োজনটি জলবায়ু সংকট মোকাবেলায় তরুণদের চিন্তা ও অংশগ্রহণ উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রশংসিত হয়েছে।