ঢাকা ০১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়াতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৪৬:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / 56

মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়াতে বাধা নেই

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ নিতে বাধা দেওয়া যাবে না—এমন সিদ্ধান্ত দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ইশরাকের শপথ স্থগিত চেয়ে দায়ের করা একটি রিট আবেদন খারিজ করে দেন।

রিট খারিজের ফলে ইশরাকের মেয়র হিসেবে শপথ গ্রহণে আর কোনো আইনি বাধা নেই বলে জানান তাঁর আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি আরও বলেন, “আগামী ২৬ মে’র মধ্যে ইশরাককে শপথ গ্রহণের সুযোগ না দিলে আদালত অবমাননা হিসেবে বিবেচিত হবে।”

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন। পরবর্তীতে নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ফল বাতিল চেয়ে মামলা করেন ইশরাক।

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৪ সালের ২৭ মার্চ নির্বাচনি ট্রাইব্যুনাল ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম এক ঐতিহাসিক রায়ে তৎকালীন ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেন।

এরপর গত ২২ এপ্রিল আইন মন্ত্রণালয়ের পরামর্শ চাওয়ার পর, ২৭ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) গেজেট প্রকাশ করে ইশরাককে নতুন মেয়র হিসেবে ঘোষণা করে।

ইশরাকের শপথ স্থগিত চেয়ে দায়ের করা রিট আবেদনের শুনানির জন্য প্রথমে ২১ মে তারিখ নির্ধারণ করা হলেও তা পিছিয়ে ২২ মে ধার্য করা হয়। বৃহস্পতিবার হাইকোর্ট রিটটি খারিজ করে দেয়, ফলে ইশরাকের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণে আর কোনো আইনি জটিলতা রইল না।

এদিকে, ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ দেওয়ার দাবিতে তাঁর সমর্থকরা গত কয়েক দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। হাইকোর্টের রায়ের পর তাঁদের দাবি আরও জোরালো ভিত্তি পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়াতে বাধা নেই

আপডেট সময় : ১১:৪৬:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ নিতে বাধা দেওয়া যাবে না—এমন সিদ্ধান্ত দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ইশরাকের শপথ স্থগিত চেয়ে দায়ের করা একটি রিট আবেদন খারিজ করে দেন।

রিট খারিজের ফলে ইশরাকের মেয়র হিসেবে শপথ গ্রহণে আর কোনো আইনি বাধা নেই বলে জানান তাঁর আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি আরও বলেন, “আগামী ২৬ মে’র মধ্যে ইশরাককে শপথ গ্রহণের সুযোগ না দিলে আদালত অবমাননা হিসেবে বিবেচিত হবে।”

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন। পরবর্তীতে নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ফল বাতিল চেয়ে মামলা করেন ইশরাক।

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৪ সালের ২৭ মার্চ নির্বাচনি ট্রাইব্যুনাল ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম এক ঐতিহাসিক রায়ে তৎকালীন ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেন।

এরপর গত ২২ এপ্রিল আইন মন্ত্রণালয়ের পরামর্শ চাওয়ার পর, ২৭ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) গেজেট প্রকাশ করে ইশরাককে নতুন মেয়র হিসেবে ঘোষণা করে।

ইশরাকের শপথ স্থগিত চেয়ে দায়ের করা রিট আবেদনের শুনানির জন্য প্রথমে ২১ মে তারিখ নির্ধারণ করা হলেও তা পিছিয়ে ২২ মে ধার্য করা হয়। বৃহস্পতিবার হাইকোর্ট রিটটি খারিজ করে দেয়, ফলে ইশরাকের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণে আর কোনো আইনি জটিলতা রইল না।

এদিকে, ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ দেওয়ার দাবিতে তাঁর সমর্থকরা গত কয়েক দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। হাইকোর্টের রায়ের পর তাঁদের দাবি আরও জোরালো ভিত্তি পেয়েছে।