ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মমতাজের ওপর ডিম-জুতা নিক্ষেপ

প্রতিনিধি, মানিকগঞ্জ
  • আপডেট সময় : ০২:৫৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / 42

মমতাজের ওপর ডিম-জুতা নিক্ষেপ

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জে দুটি পৃথক মামলায় সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। একইসঙ্গে আদালত চত্বরে তাঁর ওপর ডিম ও জুতা নিক্ষেপ করেছেন বিএনপিপন্থি আইনজীবী ও নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২২ মে) সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মমতাজকে প্রিজনভ্যানে করে মানিকগঞ্জ জেলা আদালতে আনা হয়।

সিংগাইর উপজেলার ২০১৩ সালের একটি হত্যা মামলায় মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক আবদুল নূর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

একইদিন হরিরামপুরে হামলা ও ভাঙচুরের আরেকটি মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আইভী আক্তার আরও দুই দিনের রিমান্ড আদেশ দেন।

সকাল সাড়ে ৮টায় আদালতে পৌঁছালে মমতাজকে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরানো অবস্থায় দেখা যায়। এ সময় আদালত চত্বরে বিএনপিপন্থি আইনজীবী ও দলীয় নেতাকর্মীরা তাঁর শাস্তির দাবিতে বিক্ষোভ করেন।
পুলিশি নিরাপত্তা বলয় ভেদ করে উপস্থিত জনতা ও বিএনপি সমর্থকরা তাঁর প্রিজনভ্যান লক্ষ্য করে ডিম ও জুতা ছুড়ে মারেন। এ সময় আইনজীবীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

২০১৩ ও ২০২৪ সালের মামলার বিবরণ
১. ২০১৩ সালের সিংগাইর হত্যা মামলা: হরতালের সময় গোবিন্দল এলাকায় পুলিশের গুলিতে চারজন নিহত হন।
২. ২০২৪ সালের মিরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি চালিয়ে হত্যার অভিযোগ: ১৯ জুলাই, মিরপুর-১০ নম্বরে আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মো. সাগর।

২৭ নভেম্বর, নিহতের মা বিউটি আক্তার বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৪৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

মমতাজ বেগম মামলার ৪৯ নম্বর এজাহারনামীয় আসামি।

মমতাজ বেগম ২০০৮ সালে আওয়ামী লীগের সদস্য হিসেবে সংরক্ষিত নারী আসনে নবম সংসদে প্রথমবার এমপি হন।
পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালে মানিকগঞ্জ-২ (সিংগাইর ও হরিরামপুর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।
তবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন তিনি।
বর্তমানে তিনি সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে রয়েছেন। তাঁর সৎপুত্র সিংগাইর পৌরসভার মেয়র এবং ভাগনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মমতাজের ওপর ডিম-জুতা নিক্ষেপ

আপডেট সময় : ০২:৫৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

মানিকগঞ্জে দুটি পৃথক মামলায় সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। একইসঙ্গে আদালত চত্বরে তাঁর ওপর ডিম ও জুতা নিক্ষেপ করেছেন বিএনপিপন্থি আইনজীবী ও নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২২ মে) সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মমতাজকে প্রিজনভ্যানে করে মানিকগঞ্জ জেলা আদালতে আনা হয়।

সিংগাইর উপজেলার ২০১৩ সালের একটি হত্যা মামলায় মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক আবদুল নূর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

একইদিন হরিরামপুরে হামলা ও ভাঙচুরের আরেকটি মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আইভী আক্তার আরও দুই দিনের রিমান্ড আদেশ দেন।

সকাল সাড়ে ৮টায় আদালতে পৌঁছালে মমতাজকে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরানো অবস্থায় দেখা যায়। এ সময় আদালত চত্বরে বিএনপিপন্থি আইনজীবী ও দলীয় নেতাকর্মীরা তাঁর শাস্তির দাবিতে বিক্ষোভ করেন।
পুলিশি নিরাপত্তা বলয় ভেদ করে উপস্থিত জনতা ও বিএনপি সমর্থকরা তাঁর প্রিজনভ্যান লক্ষ্য করে ডিম ও জুতা ছুড়ে মারেন। এ সময় আইনজীবীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

২০১৩ ও ২০২৪ সালের মামলার বিবরণ
১. ২০১৩ সালের সিংগাইর হত্যা মামলা: হরতালের সময় গোবিন্দল এলাকায় পুলিশের গুলিতে চারজন নিহত হন।
২. ২০২৪ সালের মিরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি চালিয়ে হত্যার অভিযোগ: ১৯ জুলাই, মিরপুর-১০ নম্বরে আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মো. সাগর।

২৭ নভেম্বর, নিহতের মা বিউটি আক্তার বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৪৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

মমতাজ বেগম মামলার ৪৯ নম্বর এজাহারনামীয় আসামি।

মমতাজ বেগম ২০০৮ সালে আওয়ামী লীগের সদস্য হিসেবে সংরক্ষিত নারী আসনে নবম সংসদে প্রথমবার এমপি হন।
পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালে মানিকগঞ্জ-২ (সিংগাইর ও হরিরামপুর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।
তবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন তিনি।
বর্তমানে তিনি সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে রয়েছেন। তাঁর সৎপুত্র সিংগাইর পৌরসভার মেয়র এবং ভাগনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।