লিটারে তেলের দাম ৩৫ টাকা বাড়ালো টিসিবি

- আপডেট সময় : ১১:২৬:২২ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- / 68

ঈদুল আযহার আগে তেল, ডাল ও চিনির দাম অস্বাভাবিক হারে বাড়িয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এক মাসের ব্যবধানে প্রতি লিটার তেলে ৩৫ টাকা, প্রতি কেজি মসুর ডালে ২০ টাকা এবং চিনিতে ১৫ টাকা মূল্যবৃদ্ধি করা হয়েছে।
বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, বৃহস্পতিবার (২২ মে) থেকে সারা দেশে স্মার্ট ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রি কার্যক্রম শুরু হবে।
নতুন দামে এখন লিটারপ্রতি তেলের মূল্য ১৩৫ টাকা (আগে ১০০ টাকা), মসুর ডাল ৮০ টাকা (আগে ৬০ টাকা) ও চিনির দাম ৮৫ টাকা (আগে ৭০ টাকা)।
টিসিবির তথ্যমতে, প্রতিদিন দেশজুড়ে ৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এই পণ্য বিক্রি চলবে। প্রতিটি ট্রাকে ভোজ্যতেল, মসুর ডাল ও চিনি থাকবে।
বিশেষ ছাড়ে এসব পণ্য পেতে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি ঈদ উপলক্ষে সাধারণ ক্রেতারাও ট্রাকসেল থেকে পণ্য কিনতে পারবেন, তবে তাদেরকেও গুণতে হবে নতুন বর্ধিত মূল্য।
ঢাকায় ৫০টি, চট্টগ্রামে ২০টি, প্রতিটি বিভাগীয় শহরে ১০টি করে এবং বাকি ৫৬ জেলা শহরে ১০টি করে ট্রাক মোতায়েন থাকবে।
এই বিক্রয় কার্যক্রম ২২ মে থেকে শুরু হয়ে ৩ জুন পর্যন্ত চলবে, যা শুক্রবার ও অন্যান্য ছুটির দিনেও বহাল থাকবে বলে জানায় টিসিবি।