ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বিশেষ গোষ্ঠীর ষড়যন্ত্র প্রতিহত করতেই এই আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২০:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / 50

বিশেষ গোষ্ঠীর ষড়যন্ত্র প্রতিহত করতেই এই আন্দোলন

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি নেতা ইশরাক হোসেন জানিয়েছেন, তার চলমান আন্দোলনের উদ্দেশ্য মেয়র পদে শপথ নেওয়া নয়, বরং একটি বিশেষ গোষ্ঠীর ষড়যন্ত্র প্রতিহত করা।

বুধবার রাতে রাজধানীর কাকরাইল মোড়ে আন্দোলনরত সমর্থকদের সঙ্গে যোগ দিয়ে তিনি বলেন, “আমি নিজের জন্য কিছু চাইছি না। এই আন্দোলন একটি গোষ্ঠীর ষড়যন্ত্র রুখে দেওয়ার লড়াই।”

গত কয়েক দিন ধরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে ইশরাককে বসানোর দাবিতে তার সমর্থকরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। নগর ভবনের সামনে শুরু হওয়া এ কর্মসূচি সম্প্রসারিত হয়ে এখন কাকরাইল মোড়েও চলছে।

আন্দোলনে সংহতি জানিয়ে বিএনপির এই নেতা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানান। তিনি বলেন, “এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা নির্বাচনের রোডম্যাপ চাই এবং সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন ইশরাক হোসেন। ওই নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠে।

পরবর্তীতে ২০২4 সালের ৫ আগস্ট গণ-আন্দোলনের চাপে মেয়র শেখ ফজলে নূর তাপসকে অপসারণ করে সরকার। এরপর ২০২৫ সালের ২৭ মার্চ একটি নির্বাচনি ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে বৈধ বিজয়ী হিসেবে ঘোষণা করে। নির্বাচন কমিশন তার নাম গেজেট আকারে প্রকাশ করে ২৭ এপ্রিল।

তবে এখনও পর্যন্ত শপথ নিতে না পারায় ক্ষোভ প্রকাশ করছেন ইশরাক ও তার সমর্থকরা, যাঁরা বলছেন— এটি রাজনৈতিকভাবে ইশরাককে রুদ্ধ করার নতুন ষড়যন্ত্র।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিশেষ গোষ্ঠীর ষড়যন্ত্র প্রতিহত করতেই এই আন্দোলন

আপডেট সময় : ১১:২০:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

বিএনপি নেতা ইশরাক হোসেন জানিয়েছেন, তার চলমান আন্দোলনের উদ্দেশ্য মেয়র পদে শপথ নেওয়া নয়, বরং একটি বিশেষ গোষ্ঠীর ষড়যন্ত্র প্রতিহত করা।

বুধবার রাতে রাজধানীর কাকরাইল মোড়ে আন্দোলনরত সমর্থকদের সঙ্গে যোগ দিয়ে তিনি বলেন, “আমি নিজের জন্য কিছু চাইছি না। এই আন্দোলন একটি গোষ্ঠীর ষড়যন্ত্র রুখে দেওয়ার লড়াই।”

গত কয়েক দিন ধরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে ইশরাককে বসানোর দাবিতে তার সমর্থকরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। নগর ভবনের সামনে শুরু হওয়া এ কর্মসূচি সম্প্রসারিত হয়ে এখন কাকরাইল মোড়েও চলছে।

আন্দোলনে সংহতি জানিয়ে বিএনপির এই নেতা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানান। তিনি বলেন, “এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা নির্বাচনের রোডম্যাপ চাই এবং সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন ইশরাক হোসেন। ওই নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠে।

পরবর্তীতে ২০২4 সালের ৫ আগস্ট গণ-আন্দোলনের চাপে মেয়র শেখ ফজলে নূর তাপসকে অপসারণ করে সরকার। এরপর ২০২৫ সালের ২৭ মার্চ একটি নির্বাচনি ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে বৈধ বিজয়ী হিসেবে ঘোষণা করে। নির্বাচন কমিশন তার নাম গেজেট আকারে প্রকাশ করে ২৭ এপ্রিল।

তবে এখনও পর্যন্ত শপথ নিতে না পারায় ক্ষোভ প্রকাশ করছেন ইশরাক ও তার সমর্থকরা, যাঁরা বলছেন— এটি রাজনৈতিকভাবে ইশরাককে রুদ্ধ করার নতুন ষড়যন্ত্র।