ইশরাকের মেয়র হওয়ার বিষয়ে আদেশ বৃহস্পতিবার

- আপডেট সময় : ০২:৩১:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- / 49

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়াতে হাইকোর্টে করা রিটের ওপর আদেশ দেবেন আদালত বৃহস্পতিবার (২২ মে)।
বুধবার (২১ মে) এ বিষয়ে শুনানি শেষে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য আগামীকাল সকাল ১১টা সময় নির্ধারণ করেন।
রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন এবং ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এর আগে, গত সপ্তাহে ডিএসসিসির নাগরিক মো. মামুনুর রশিদ হাইকোর্টে একটি রিট আবেদন করেন, যাতে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চাওয়া হয়। একই সঙ্গে ইশরাককে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশনার আবেদনও করা হয়।
প্রসঙ্গত, ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে গত ২৭ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল ওই ফল বাতিল করে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে।