চুয়াডাঙ্গা সীমান্তে ১৪ অনুপ্রবেশকারী আটক

- আপডেট সময় : ১০:৪৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- / 64

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের পিপুলবাড়িয়া গ্রাম থেকে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১২ মে) সকাল ৭টার দিকে বেণীপুর বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাবিলদার মো. শাহীন মোল্লার নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ৬১/১৮ থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে রফিকুল ইসলামের আমবাগানের সামনে থেকে তাদের আটক করেন।
আটকদের মধ্যে ৯ জন শিশু, ৩ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন। তারা খুলনা, নড়াইল ও বাগেরহাট জেলার বাসিন্দা। আটককৃতদের তালিকায় রয়েছেন জাবেদা খাতুন (৩৭), তার দুই মেয়ে, হাফিজুর রহমান (৩৭) ও তার চার সন্তান, রেখা বেগম (৪৭) ও তার তিন ছেলে, জান্নাতুল (১৪) এবং হাবিবুল্লাহ (২৩)।
বিজিবি জানায়, এদের বেশিরভাগই ভালো চাকরির আশায় অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং ফিরে আসার সময় সীমান্তে আটক হন। পরে তাদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।