ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, সকল কার্যক্রমে নিষেধাজ্ঞা

সিনিয়র প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৪১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / 64

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, সকল কার্যক্রমে নিষেধাজ্ঞা

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ মে) রাতে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংক্রান্ত বিধান অনুযায়ী বিচার প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় দলটির নিবন্ধন স্থগিত এবং তাদের যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।

এতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে দেশব্যাপী সহিংসতা, গুম, খুন, ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ ওঠে। এরই প্রেক্ষিতে দলটির বিরুদ্ধে তদন্ত ও বিচার চলছে।

সরকারের জারি করা নিষেধাজ্ঞার আওতায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর সকল ধরনের সভা-সমাবেশ, মিছিল, প্রচারপত্র, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার এবং যে কোনো সাংগঠনিক কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, সকল কার্যক্রমে নিষেধাজ্ঞা

আপডেট সময় : ১০:৪১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ মে) রাতে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংক্রান্ত বিধান অনুযায়ী বিচার প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় দলটির নিবন্ধন স্থগিত এবং তাদের যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।

এতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে দেশব্যাপী সহিংসতা, গুম, খুন, ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ ওঠে। এরই প্রেক্ষিতে দলটির বিরুদ্ধে তদন্ত ও বিচার চলছে।

সরকারের জারি করা নিষেধাজ্ঞার আওতায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর সকল ধরনের সভা-সমাবেশ, মিছিল, প্রচারপত্র, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার এবং যে কোনো সাংগঠনিক কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।