মোংলায় ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

- আপডেট সময় : ১০:৫৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ ১৮ বার পড়া হয়েছে

মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব সজীব মিয়া শান্তর ওপর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মোংলা পৌর ও থানা শাখা।
বুধবার (১৬ এপ্রিল) বিকেলে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেট চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সাব্বির হোসেন মাসুম, মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাকিল হাওলাদার, পৌর ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রুহুল আমিন মুন্না, ছাত্রনেতা মো. মাশরাফিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, “মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব সজীব মিয়া শান্তর ওপর আওয়ামী সন্ত্রাসীদের অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সন্ত্রাসের আশ্রয় নিয়েছে।”
তারা আরও বলেন, “গণতন্ত্র ও ছাত্রদের নিরাপত্তার প্রশ্নে ছাত্রদল কখনও আপোষ করেনি, ভবিষ্যতেও করবে না। রাজনীতির নামে সন্ত্রাসকে বাংলাদেশের মাটিতে আর স্থান দেওয়া হবে না। অচিরেই এই কাপুরুষোচিত হামলার জবাব দেওয়া হবে এবং হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে।”
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় বাড়ি ফেরার পথে সজীব মিয়া শান্ত সন্ত্রাসী হামলার শিকার হন বলে অভিযোগ করেছে ছাত্রদল।