প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নয় বিএনপি

- আপডেট সময় : ০৪:০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ ১৭ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আলোচনায় নির্দিষ্ট কোনো নির্বাচনী রোডম্যাপ উপস্থাপন না করায় দলটি সন্তুষ্ট হতে পারেনি।
বুধবার বেলা পৌনে দুই ঘণ্টার এই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা নির্বাচনের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ দেননি। তিনি শুধু ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, আমাদের জন্য সময়সীমা হচ্ছে ডিসেম্বর।”
তিনি আরও জানান, দলের সিদ্ধান্ত নিতে আলোচনা করা হবে এবং এরপর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং আমির খসরু মাহমুদ চৌধুরী।
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “গণতন্ত্রের পথে যাত্রা করে উল্টো পথে হাঁটার সুযোগ নেই। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।”
অন্যদিকে, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, আগামী বছরের জুনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজধানীর বেইলি রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে এবং তা কোনোভাবেই জুনের পরে গড়াবে না। সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে আগ্রহী।”
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক ছিল খোলামেলা ও আন্তরিক। বিএনপি সংস্কার নিয়ে আন্তরিকভাবে আলোচনা করেছে।
উল্লেখ্য, আজ দুপুর ১২টায় বিএনপির সাত সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বসে। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হবে। গত ২৩ মার্চ ঐ কমিশনে দলের সংস্কারমূলক মতামত জমা দেওয়ার পর এটিই হবে প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
এর আগে ৬ মার্চ ঐকমত্য কমিশন পাঁচটি সংস্কার কমিশনের ১৬৬টি গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে মতামত চেয়ে ৩৭টি রাজনৈতিক দল ও জোটের কাছে ‘স্প্রেডশিট’ আকারে প্রস্তাব পাঠায়।