ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন হতে পারে

- আপডেট সময় : ১০:৩২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ ১৭ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তার ভাষায়, নির্বাচন নির্ভর করছে যেসব সংস্কার নিয়ে আলোচনা চলছে, সেগুলোর ওপর। ঐকমত্য হলে এসব সংস্কার ১৫-২০ দিনের মধ্যেই বাস্তবায়ন সম্ভব।
মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় গুলশানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।
খসরু বলেন, “প্রধান উপদেষ্টাও বলেছেন—যেসব বিষয়ে ঐকমত্য হবে, তা সংস্কার করা হবে। আমরা সবাই নিজেদের প্রস্তাব জমা দিয়েছি। এখন ঐকমত্যের ভিত্তিতে খুব দ্রুতই সেগুলো বাস্তবায়ন সম্ভব। এরপর যে নির্বাচনী সনদের কথা বলা হয়েছে, সেটি সই করতেও বেশি সময় লাগবে না। তাই তখন আর নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার কোনো যুক্তি থাকবে না।”
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি। বিশেষ করে অর্থনীতি ও ট্যারিফ সংক্রান্ত বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। খসরু বলেন, “আমরা বলেছি, সবাই মিলে ট্যারিফ কীভাবে প্রত্যাহার করা যায়, তা ভাবতে হবে। ট্যারিফ যদি সহনীয় পর্যায়ে না আনা হয়, তাহলে রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হবে।”
নির্বাচন বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, “গণতান্ত্রিক সরকার না থাকলে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে যায়। বিনিয়োগকারীরাও অপেক্ষায় থাকে—নতুন সরকার কেমন নীতি গ্রহণ করবে। তাই একটি নির্বাচিত সরকারের অধীনেই দেশ এগিয়ে যাবে।”
বিএনপির ভবিষ্যৎ অর্থনৈতিক নীতিও বৈঠকে তুলে ধরা হয়। খসরু বলেন, “বাংলাদেশে যে বড় ধরনের অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কার হয়েছে, তার ভিত্তি রেখেছে বিএনপি। বহুদলীয় গণতন্ত্র, মুক্তবাজার অর্থনীতি, বিচার বিভাগের স্বাধীনতা—সবই আমাদের সময়ে হয়েছে। ভবিষ্যতেও আমরা বড় ধরনের সংস্কারের পরিকল্পনা নিয়ে এগোচ্ছি।”