ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের নামে মিথ্যা প্রচার

- আপডেট সময় : ০৭:৩৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ ১৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের নামে মিথ্যা প্রচার হয়েছে বলে জানিয়েছে তথ্য যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানার। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ফটোকার্ড, যেখানে দাবি করা হয়েছে—বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির নাকি বলেছেন, “মাত্র ১ সপ্তাহেই গাজা (ফিলিস্তিন) স্বাধীন করতে পারবে ছাত্রদল।”
তবে এই দাবিটি একেবারেই ভিত্তিহীন ও ভুয়া।
তথ্য যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানার জানায়, নাসির উদ্দিন নাসির কখনো এমন কোনো বক্তব্য দেননি। অনুসন্ধানে দেখা যায়, যে ফটোকার্ডটি ভাইরাল হয়েছে, সেটিতে কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের লোগো বা উৎস নেই।
এছাড়া অনলাইনে বিভিন্ন কীওয়ার্ড সার্চ করে এমন কোনো বক্তব্যের প্রমাণ পাওয়া যায়নি। ছাত্রদলের পক্ষ থেকে শুধু ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে—কিন্তু ‘১ সপ্তাহে গাজা স্বাধীন’ জাতীয় কোনো বক্তব্য তাদের পক্ষ থেকে আসেনি।
উল্লেখযোগ্যভাবে, একই ধরনের ভুয়া মন্তব্য ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলামের নামেও ছড়ানো হয়েছে। সেই দাবিটিও মিথ্যা প্রমাণিত হয়েছে।
সুতরাং, স্পষ্টভাবে বলা যায়—ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নামে প্রচারিত এই বক্তব্যটি সম্পূর্ণ মনগড়া, ভুল ও বিভ্রান্তিকর।