ঢাকা ১০:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন রাজনৈতিক দল আনছেন ডেসটিনির রফিকুল আমীন

সিনিয়র প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:২২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ ২৯ বার পড়া হয়েছে

মোহাম্মদ রফিকুল আমীন

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন নতুন একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছেন। দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ আগামী ১৭ এপ্রিল রাজধানীর বনানীর হোটেল শেরাটনে দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

দল-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

নতুন এই রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে থাকছেন ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাতিমা তাসনিম।

দলের পক্ষ থেকে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় বলা হয়েছে,

“অপার সম্ভাবনাময় বাংলাদেশ আজ এক নতুন রাজনৈতিক সন্ধিক্ষণে। ৫২-এর ভাষা আন্দোলন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক ‘জুলাই ২৪’-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে গণতান্ত্রিক ধারায় এগিয়ে যেতে চাই। এই লক্ষ্যেই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটছে।”

শুভেচ্ছাবার্তায় আরও বলা হয়েছে, “মহান শহীদদের আত্মত্যাগের পথ বেয়ে ফ্যাসিবাদী শাসনের পতনের পর নতুন রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার প্রয়াস চলছে, আর এই উদ্যোগে সবার সক্রিয় অংশগ্রহণ কাম্য।”

প্রসঙ্গত, মোহাম্মদ রফিকুল আমীন শুধু ডেসটিনি গ্রুপ নয়, একইসাথে বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং দৈনিক ডেসটিনির সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। অর্থপাচার ও ডেসটিনি ট্রি প্লান্টেশন দুর্নীতির মামলায় তিনি দীর্ঘদিন কারাবন্দি ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কারামুক্তি লাভ করেন।

এদিকে, নতুন রাজনৈতিক দলে সম্পৃক্ত হওয়ার আগে ফাতিমা তাসনিম গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ছিলেন। গত ১৩ এপ্রিল দলটির সভাপতি বরাবর চিঠি দিয়ে তিনি পদত্যাগ করেন। চিঠিতে তিনি লেখেন, “আমি ফাতিমা তাসনিম, ব্যক্তিগত কারণে গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করছি।”

নতুন এই রাজনৈতিক উদ্যোগ আগামী দিনে দেশের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে, সেটিই এখন দেখার বিষয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নতুন রাজনৈতিক দল আনছেন ডেসটিনির রফিকুল আমীন

আপডেট সময় : ০৭:২২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন নতুন একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছেন। দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ আগামী ১৭ এপ্রিল রাজধানীর বনানীর হোটেল শেরাটনে দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

দল-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

নতুন এই রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে থাকছেন ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাতিমা তাসনিম।

দলের পক্ষ থেকে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় বলা হয়েছে,

“অপার সম্ভাবনাময় বাংলাদেশ আজ এক নতুন রাজনৈতিক সন্ধিক্ষণে। ৫২-এর ভাষা আন্দোলন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক ‘জুলাই ২৪’-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে গণতান্ত্রিক ধারায় এগিয়ে যেতে চাই। এই লক্ষ্যেই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটছে।”

শুভেচ্ছাবার্তায় আরও বলা হয়েছে, “মহান শহীদদের আত্মত্যাগের পথ বেয়ে ফ্যাসিবাদী শাসনের পতনের পর নতুন রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার প্রয়াস চলছে, আর এই উদ্যোগে সবার সক্রিয় অংশগ্রহণ কাম্য।”

প্রসঙ্গত, মোহাম্মদ রফিকুল আমীন শুধু ডেসটিনি গ্রুপ নয়, একইসাথে বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং দৈনিক ডেসটিনির সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। অর্থপাচার ও ডেসটিনি ট্রি প্লান্টেশন দুর্নীতির মামলায় তিনি দীর্ঘদিন কারাবন্দি ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কারামুক্তি লাভ করেন।

এদিকে, নতুন রাজনৈতিক দলে সম্পৃক্ত হওয়ার আগে ফাতিমা তাসনিম গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ছিলেন। গত ১৩ এপ্রিল দলটির সভাপতি বরাবর চিঠি দিয়ে তিনি পদত্যাগ করেন। চিঠিতে তিনি লেখেন, “আমি ফাতিমা তাসনিম, ব্যক্তিগত কারণে গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করছি।”

নতুন এই রাজনৈতিক উদ্যোগ আগামী দিনে দেশের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে, সেটিই এখন দেখার বিষয়।