ঢাকা ০১:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৪৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ ২৪ বার পড়া হয়েছে

অভিনেত্রী গুলশান আরা আহমেদ

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৬টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি।

এক স্ট্যাটাসে অমি লিখেছেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের প্রিয় গুলশান আরা আহমেদ আপা আজ সকাল ৬টা ৪০ মিনিটে ইন্তেকাল করেছেন।”

তিনি আরও লিখেন, “ব্যাচেলর পয়েন্ট নাটকে তিনি কাবিলার আম্মা এবং নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। আমরা সবাই আপনাকে খুব মিস করবো আপা। আল্লাহ পাক তাঁকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।”

জানা গেছে, মৃত্যুর আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন গুলশান আরা। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। দীর্ঘক্ষণ চিকিৎসাধীন থাকার পর সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হিসেবে গুলশান আরার অভিনয়জীবন শুরু হয়। ছোটপর্দায় কাজের পাশাপাশি তাঁর প্রবল ইচ্ছা ছিল বড় পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করার। সেই স্বপ্ন থেকেই তিনি প্রথম অভিনয় করেন প্রয়াত পরিচালক এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রে। তাঁর এই স্বপ্ন এবং ভালোবাসা বাংলা চলচ্চিত্র ও নাটকের জগতে চিরস্মরণীয় হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই

আপডেট সময় : ১১:৪৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৬টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি।

এক স্ট্যাটাসে অমি লিখেছেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের প্রিয় গুলশান আরা আহমেদ আপা আজ সকাল ৬টা ৪০ মিনিটে ইন্তেকাল করেছেন।”

তিনি আরও লিখেন, “ব্যাচেলর পয়েন্ট নাটকে তিনি কাবিলার আম্মা এবং নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। আমরা সবাই আপনাকে খুব মিস করবো আপা। আল্লাহ পাক তাঁকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।”

জানা গেছে, মৃত্যুর আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন গুলশান আরা। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। দীর্ঘক্ষণ চিকিৎসাধীন থাকার পর সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হিসেবে গুলশান আরার অভিনয়জীবন শুরু হয়। ছোটপর্দায় কাজের পাশাপাশি তাঁর প্রবল ইচ্ছা ছিল বড় পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করার। সেই স্বপ্ন থেকেই তিনি প্রথম অভিনয় করেন প্রয়াত পরিচালক এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রে। তাঁর এই স্বপ্ন এবং ভালোবাসা বাংলা চলচ্চিত্র ও নাটকের জগতে চিরস্মরণীয় হয়ে থাকবে।