বর্ষবরণে আনন্দ শোভাযাত্রায় মানুষের ঢল

- আপডেট সময় : ১০:৫৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে

পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। সকাল ৯টা ৫ মিনিটে চারুকলা অনুষদের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
ঘোষিত রুট অনুযায়ী, শোভাযাত্রাটি চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে শাহবাগ মোড়, টিএসসি, কেন্দ্রীয় শহীদ মিনার ও দোয়েল চত্বর ঘুরে আবার চারুকলায় এসে শেষ হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। তার সঙ্গে ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদসহ বিশিষ্টজনেরা।
শোভাযাত্রার শুরুতেই ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের সুসজ্জিত ঘোড়ার বহর। এরপর একে একে যোগ দেন দেশের ২৮টি নৃগোষ্ঠীর প্রতিনিধিরা। ছিল চারুকলা অনুষদের মূল ব্যানার, ফ্যাসিবাদের প্রতীকী মুখ, রঙিন মাছ, শান্তির প্রতীক পায়রা, পানির বোতল, ৩৬ জুলাইয়ের চিত্রময় মোটিফ এবং ১০০ ফুট দৈর্ঘ্যের এক বিশাল স্ক্রল।
শোভাযাত্রাকে ঘিরে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। ক্যাম্পাসের সাতটি প্রবেশপথে সকাল থেকেই পুলিশের কড়া নজরদারি লক্ষ্য করা গেছে। কোনো যানবাহনকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না; সবাইকে হেঁটে প্রবেশ করতে হচ্ছে। সন্দেহজনক মনে হলেই চলছে তল্লাশি।
বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে রাখা হয়েছে অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় প্রয়োজনীয় সরঞ্জামাদি। বর্ষবরণ উদ্যাপন নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করছে। পুরো ক্যাম্পাসজুড়ে বইছে নতুন বছরের রঙিন উৎসবের আমেজ।