ঢাকা ১০:২৫ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ক্যাসিনো ব্যবসায়ী ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৭

প্রতিনিধি, গাজীপুর
  • আপডেট সময় : ০১:০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ ২৬ বার পড়া হয়েছে

গ্রেপ্তার (প্রতীকী ছবি)

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের শ্রীপুরে অবৈধ ক্যাসিনো ব্যবসার বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। রোববার (১৩ এপ্রিল) রাত ৯টা থেকে শুরু হওয়া অভিযানে মূল অভিযুক্ত মোশাররফসহ সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানের সময় মোশাররফের লোকজন পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখেন এবং তাদের ওপর হামলা চালান। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের বেতজুরি এলাকায় মোশাররফের শ্বশুরবাড়িতে অভিযান চালানো হয়। অভিযুক্ত মোশাররফ নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার বাসিন্দা এবং স্থানীয় আব্দুল লতিফের মেয়ের জামাই। দীর্ঘদিন ধরে তিনি অবৈধভাবে ক্যাসিনো পরিচালনা করছিলেন।

ওসি বলেন, “অভিযানের সময় মোশাররফ ও তাঁর সহযোগীরা আমাকে ও আরও নয়জন পুলিশ সদস্যকে ঘরের ভেতরে আটকে রাখে এবং শারীরিকভাবে আক্রমণ চালায়। এতে সাতজন পুলিশ সদস্য আহত হন।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রীপুর থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে অভিযানে অংশ নেয়। পরে মোশাররফসহ সাতজনকে আটক করা হয়। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, দিনমজুর আব্দুল লতিফের মেয়ে সোনিয়ার সঙ্গে কয়েক বছর আগে মোশাররফের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মোশাররফ শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন এবং গোপনে ক্যাসিনো ব্যবসা চালিয়ে আসছিলেন।

এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা দায়ের করেছে পুলিশ। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ক্যাসিনো ব্যবসায়ী ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৭

আপডেট সময় : ০১:০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

গাজীপুরের শ্রীপুরে অবৈধ ক্যাসিনো ব্যবসার বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। রোববার (১৩ এপ্রিল) রাত ৯টা থেকে শুরু হওয়া অভিযানে মূল অভিযুক্ত মোশাররফসহ সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানের সময় মোশাররফের লোকজন পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখেন এবং তাদের ওপর হামলা চালান। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের বেতজুরি এলাকায় মোশাররফের শ্বশুরবাড়িতে অভিযান চালানো হয়। অভিযুক্ত মোশাররফ নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার বাসিন্দা এবং স্থানীয় আব্দুল লতিফের মেয়ের জামাই। দীর্ঘদিন ধরে তিনি অবৈধভাবে ক্যাসিনো পরিচালনা করছিলেন।

ওসি বলেন, “অভিযানের সময় মোশাররফ ও তাঁর সহযোগীরা আমাকে ও আরও নয়জন পুলিশ সদস্যকে ঘরের ভেতরে আটকে রাখে এবং শারীরিকভাবে আক্রমণ চালায়। এতে সাতজন পুলিশ সদস্য আহত হন।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রীপুর থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে অভিযানে অংশ নেয়। পরে মোশাররফসহ সাতজনকে আটক করা হয়। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, দিনমজুর আব্দুল লতিফের মেয়ে সোনিয়ার সঙ্গে কয়েক বছর আগে মোশাররফের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মোশাররফ শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন এবং গোপনে ক্যাসিনো ব্যবসা চালিয়ে আসছিলেন।

এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা দায়ের করেছে পুলিশ। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।