ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৪৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ ২৫ বার পড়া হয়েছে

শেখ হাসিনা-রেহানা এবং টিউলিপ

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর পূর্বাচল আবাসন প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও পরিবারের আরও তিন সদস্যসহ মোট ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

রবিবার (১৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় অভিযোগপত্র আমলে নেন এবং আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বিষয়টি আদালতে দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম নিশ্চিত করেছেন।

পরোয়ানা জারি হওয়া অন্যদের মধ্যে রয়েছেন শেখ রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিক।

এর আগে গত ১১ এপ্রিল শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ আরও কয়েকজনের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

দুদকের অভিযোগ, পূর্বাচল প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রোডের ৬০ কাঠার সমপরিমাণ ৬টি প্লট যাদের বরাদ্দ পাওয়ার যোগ্যতা ছিল না, তাদের নামে ক্ষমতার অপব্যবহার করে বরাদ্দ দেওয়া হয়। এসব বরাদ্দের ঘটনায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের পাশাপাশি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের ১৪ জন কর্মকর্তা-কর্মচারীকেও অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগপত্র অনুযায়ী, এসব বরাদ্দ দেওয়া হয় শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদে থাকা অবস্থায়, যা সরাসরি ক্ষমতার অপব্যবহারের শামিল। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১, ১৬৩, ১৬৪, ৪০৯ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলাগুলো দায়ের করা হয়।

জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় নেন এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেখ হাসিনার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আপডেট সময় : ০১:৪৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর পূর্বাচল আবাসন প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও পরিবারের আরও তিন সদস্যসহ মোট ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

রবিবার (১৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় অভিযোগপত্র আমলে নেন এবং আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বিষয়টি আদালতে দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম নিশ্চিত করেছেন।

পরোয়ানা জারি হওয়া অন্যদের মধ্যে রয়েছেন শেখ রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিক।

এর আগে গত ১১ এপ্রিল শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ আরও কয়েকজনের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

দুদকের অভিযোগ, পূর্বাচল প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রোডের ৬০ কাঠার সমপরিমাণ ৬টি প্লট যাদের বরাদ্দ পাওয়ার যোগ্যতা ছিল না, তাদের নামে ক্ষমতার অপব্যবহার করে বরাদ্দ দেওয়া হয়। এসব বরাদ্দের ঘটনায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের পাশাপাশি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের ১৪ জন কর্মকর্তা-কর্মচারীকেও অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগপত্র অনুযায়ী, এসব বরাদ্দ দেওয়া হয় শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদে থাকা অবস্থায়, যা সরাসরি ক্ষমতার অপব্যবহারের শামিল। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১, ১৬৩, ১৬৪, ৪০৯ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলাগুলো দায়ের করা হয়।

জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় নেন এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন।