বাংলা নববর্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

- আপডেট সময় : ১০:২৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ ২৬ বার পড়া হয়েছে

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দেশ-বিদেশের সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৩ এপ্রিল) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।
তারেক রহমান বলেন, “পহেলা বৈশাখ ১৪৩২ আমাদের জাতিসত্তা, ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। আবহমানকাল ধরে নানা রূপ ও বৈচিত্র্য নিয়ে ফিরে আসে এই দিনটি। প্রকৃতির সঙ্গে নববর্ষের এই মিলন আমাদের অন্তরে জাগিয়ে তোলে অতীত গৌরব ও ঐশ্বর্যের স্মৃতি। পহেলা বৈশাখ জাতির আত্মপরিচয়ের এক উজ্জ্বল উপাদান, যা আমাদের উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।”
তিনি বলেন, গণতান্ত্রিক কাঠামোকে সুসংহত করতে হলে আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও জনগণের উদার মানসিকতার ভিত্তিতে বহুমত-ভিত্তিক গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।
পেছনের বছরের প্রেক্ষাপটে তিনি বলেন, “দুর্বিষহ ১৪৩১ সাল অতিক্রম করে আমরা পা রাখলাম ১৪৩২ সালের প্রভাতে। যখন বিশ্বজুড়ে চলছে সংঘাত, রক্তপাত ও সংকট— সেই সময় আমাদের প্রয়োজন নি:স্বার্থ সমাধানের পথ। স্বার্থপরতা কখনও শান্তি আনতে পারে না। আমাদের অতীতের ক্লান্তি, হতাশা ও গ্লানিকে পেছনে ফেলে নতুন উদ্যমে পথচলার আহ্বান জানাচ্ছি।”
তারেক রহমান বলেন, “বাংলা সন শুধু উৎসব নয়, এটি আমাদের দৈনন্দিন জীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে গভীরভাবে জড়িত। এটি আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আধিপত্যবাদী শক্তিগুলো আমাদের ভাষা ও কৃষ্টির এই সংবেদনশীল বন্ধনকে ভেঙে দিতে সাংস্কৃতিক আগ্রাসনের পথ নিচ্ছে— আমাদের সচেতন থাকতে হবে, সদা জাগ্রত থাকতে হবে।”
নববর্ষের প্রার্থনায় তিনি বলেন, “বৈশাখের প্রখর তাপে সমাজ থেকে দূর হোক অসত্য, অন্যায়, অনাচার ও অশান্তি। চারদিকে প্রবাহিত হোক শান্তির সুবাতাস, সুশীল ধারা। নতুন বছরের আলোতে জেগে উঠুক কল্যাণ, মানবতা ও সত্য। আমি দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। শুভ নববর্ষ ১৪৩২।”
উল্লেখ্য, আগামীকাল সোমবার (১৪ এপ্রিল) দেশব্যাপী উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত হবে।