ঢাকা ০৯:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

যে অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী মেঘনা আলম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:২৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ৪০ বার পড়া হয়েছে

অভিনেত্রী মেঘলা আলম

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মডেল ও অভিনেত্রী মেঘনা আলমকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জননিরাপত্তা বিঘ্নের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়ে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের অবনতি ঘটানোর অপচেষ্টা করেছেন এবং দেশের অর্থনৈতিক ক্ষতি সাধনে ষড়যন্ত্রে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের জানান, “মেঘনা আলমকে অপহরণ করা হয়নি। তিনি আইন অনুযায়ী গ্রেপ্তার হয়েছেন এবং তার আইনগত সহায়তা পাওয়ার অধিকার রয়েছে।”

বৃহস্পতিবার আদালতের আদেশে মেঘলাকে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানো হয়। জননিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(১) ধারা অনুযায়ী তাকে আটক রাখার নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ।

আদেশে বলা হয়, মেঘনা আলমের বিরুদ্ধে জনশৃঙ্খলা পরিপন্থী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের আশঙ্কা থাকায় তাকে আটক রাখা অপরিহার্য মনে করা হয়েছে।

মেঘনার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয় বুধবার সন্ধ্যায় এক ফেসবুক লাইভের ঘটনার পর। লাইভ চলাকালেই, তার ভাষ্যমতে, পুলিশ পরিচয়ধারীরা বাসার দরজা ভেঙে প্রবেশ করে। প্রায় ১২ মিনিট ধরে চলা সেই লাইভটি এরপর হঠাৎ বন্ধ হয়ে যায় এবং পরে তা মুছেও ফেলা হয়।

উল্লেখ্য, মেঘলা আলম ২০২০ সালের ৫ অক্টোবর ‘মিস আর্থ বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হন। তিনি প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করে পণ্য তৈরি ও বিক্রয়ের মাধ্যমে নারী উদ্যোক্তা গড়ে তোলার কাজ করে আসছিলেন। পরিবেশ ও নারীর স্বাবলম্বনকে মূল লক্ষ্য ধরে তার কাজ বেশ প্রশংসিত হয়েছিল।

তবে সাম্প্রতিক এই ঘটনা তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে, যেখানে রাষ্ট্রবিরোধী অভিযোগে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যে অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী মেঘনা আলম

আপডেট সময় : ০২:২৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

মডেল ও অভিনেত্রী মেঘনা আলমকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জননিরাপত্তা বিঘ্নের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়ে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের অবনতি ঘটানোর অপচেষ্টা করেছেন এবং দেশের অর্থনৈতিক ক্ষতি সাধনে ষড়যন্ত্রে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের জানান, “মেঘনা আলমকে অপহরণ করা হয়নি। তিনি আইন অনুযায়ী গ্রেপ্তার হয়েছেন এবং তার আইনগত সহায়তা পাওয়ার অধিকার রয়েছে।”

বৃহস্পতিবার আদালতের আদেশে মেঘলাকে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানো হয়। জননিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(১) ধারা অনুযায়ী তাকে আটক রাখার নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ।

আদেশে বলা হয়, মেঘনা আলমের বিরুদ্ধে জনশৃঙ্খলা পরিপন্থী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের আশঙ্কা থাকায় তাকে আটক রাখা অপরিহার্য মনে করা হয়েছে।

মেঘনার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয় বুধবার সন্ধ্যায় এক ফেসবুক লাইভের ঘটনার পর। লাইভ চলাকালেই, তার ভাষ্যমতে, পুলিশ পরিচয়ধারীরা বাসার দরজা ভেঙে প্রবেশ করে। প্রায় ১২ মিনিট ধরে চলা সেই লাইভটি এরপর হঠাৎ বন্ধ হয়ে যায় এবং পরে তা মুছেও ফেলা হয়।

উল্লেখ্য, মেঘলা আলম ২০২০ সালের ৫ অক্টোবর ‘মিস আর্থ বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হন। তিনি প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করে পণ্য তৈরি ও বিক্রয়ের মাধ্যমে নারী উদ্যোক্তা গড়ে তোলার কাজ করে আসছিলেন। পরিবেশ ও নারীর স্বাবলম্বনকে মূল লক্ষ্য ধরে তার কাজ বেশ প্রশংসিত হয়েছিল।

তবে সাম্প্রতিক এই ঘটনা তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে, যেখানে রাষ্ট্রবিরোধী অভিযোগে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।