বাংলাদেশ পুলিশের নতুন লোগো চূড়ান্ত

- আপডেট সময় : ০২:৩৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ২৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশের বর্তমান লোগোর পরিবর্তে নতুন একটি লোগো চূড়ান্ত করা হয়েছে, যা ইতোমধ্যে কর্তৃপক্ষের অনুমোদনও পেয়েছে। নতুন লোগোতে জায়গা পেয়েছে দেশের পরিচয় বহনকারী চারটি গুরুত্বপূর্ণ উপাদান—জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ এবং পাটপাতা। পাটপাতার ওপর উজ্জ্বলভাবে লেখা রয়েছে— ‘পুলিশ’।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, বর্তমান মনোগ্রাম পরিবর্তনের সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে নতুন লোগো চূড়ান্ত করা হয়েছে এবং এখন কেবল প্রজ্ঞাপন জারির অপেক্ষা। প্রজ্ঞাপন জারি হওয়ার পরই এটি সারাদেশে পুলিশ বাহিনীর সকল ইউনিট ও জেলার জন্য বাধ্যতামূলকভাবে কার্যকর হবে।
নতুন লোগোর ব্যবহারের ক্ষেত্রে ইউনিফর্ম, পতাকা, সাইনবোর্ডসহ সংশ্লিষ্ট সব সামগ্রীতে তা যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, অচিরেই পুরো বাহিনী একযোগে নতুন লোগো ব্যবহার শুরু করবে।
নতুন এই লোগোর মাধ্যমে দেশের ঐতিহ্য ও প্রতীকসমূহকে পুলিশের ভাবমূর্তির সঙ্গে যুক্ত করে একটি আধুনিক ও জাতীয় মূল্যবোধসম্মত পরিচয় তুলে ধরার লক্ষ্য রয়েছে।