পুকুর থেকে নারী ও শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০৩:৫৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার মিজমিজি এলাকায় একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় তিনটি খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে রয়েছেন দুই নারী ও একজন শিশু। শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে।
নিহতরা হলেন—স্বপ্না খাতুন (২৫), লামিয়া খাতুন (২২) এবং দুই বছর বয়সী শিশু হাবিব। জানা গেছে, স্বপ্না ও লামিয়া আপন বোন এবং তারা একটি ভাড়া বাসায় থাকতেন। স্বপ্না একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, পুকুর পাড়ে বস্তাবন্দি অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।
খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে ঘটনাটি অত্যন্ত চাঞ্চল্যকর হওয়ায় তদন্ত শেষে প্রকৃত তথ্য জানা যাবে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।