ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় গণহত্যার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভে উত্তাল জনতা

মোঃ হাছানুর ইমাম জুয়েল
  • আপডেট সময় : ০৬:০৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে

গাজায় গণহত্যার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভে উত্তাল জনতা

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলা ও গণহত্যার বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশের বিভিন্ন জেলা। শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজের পর সারাদেশে হাজারো মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানায় এই নিষ্ঠুরতার বিরুদ্ধে। আমাদের বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছেন মোঃ হাছানুর ইমাম জুয়েল

লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর শহরের চক বাজার জামে মসজিদ ও দক্ষিণ তেমুহনী এলাকা থেকে ‘ফিলিস্তিন সংহতি লক্ষ্মীপুর’, ‘ইসলামী আন্দোলন’ এবং ‘আহলে হাদিস আন্দোলন’-সহ বিভিন্ন সংগঠনের ব্যানারে বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। হাজারো ছাত্র-জনতা অংশ নেন এই বিক্ষোভে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আফনান চত্বরে শেষ হয়।
বিক্ষোভকারীরা ‘নেতানিয়াহুর দুই গালে– জুতা মার তালে তালে’, ‘ট্রাম্পের দুই গালে জুতা মার তালে তালে’ স্লোগানে প্রতিবাদ জানায় এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তোলে।

সাতক্ষীরা
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর ও জেলা শাখার উদ্যোগে আয়োজন করা হয় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। মিছিলটি খুলনা রোড মোড় থেকে শুরু হয়ে নিউমার্কেট চত্বরে শেষ হয়।
সমাবেশে ছাত্রশিবিরের সভাপতি আল মামুন বলেন, “ইসরায়েল বিশ্ব মানবাধিকারের চরম লঙ্ঘন করছে, অথচ আন্তর্জাতিক সংস্থাগুলো নিরব দর্শকের ভূমিকা পালন করছে।”

যশোর
যশোরের দড়াটানা ভৈরব চত্বরে হেফাজতে ইসলাম, ইমাম পরিষদ এবং আহলে হাদিস বাংলাদেশ যশোর শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ ও মিছিল।
সমাবেশে বক্তারা মুসলিম উম্মাহকে জাগ্রত হওয়ার আহ্বান জানান এবং ইসরায়েলি পণ্য বর্জনের দাবি তোলেন। একই দাবিতে প্রেসক্লাব যশোরের সামনে আহলে হাদিসের মানববন্ধনও অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া
আখাউড়ায় স্থানীয় প্রেসক্লাবের উদ্যোগে সকালে পৌর মুক্তমঞ্চের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়। এতে সাংবাদিক, রাজনৈতিক নেতা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে তীব্র নিন্দা জানান।

মাদারীপুর
মাদারীপুর জেলা ও উপজেলার মসজিদগুলোতে বাদ জুমা গাজায় শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সাধারণ মুসল্লিরা ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে আল্লাহর কাছে ফিলিস্তিনের মানুষের জন্য শান্তি ও ন্যায়বিচার কামনা করেন।

কুড়িগ্রাম
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে জুমার পর সরকারি কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা ফলকের কাছে সমাবেশে রূপ নেয়।
এছাড়াও বিকেলে ইসলামী যুব আন্দোলনের একটি আলাদা মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।

পঞ্চগড়
গণহত্যার প্রতিবাদে প্রতীকী মরদেহ নিয়ে পঞ্চগড়ে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। জুমার নামাজের পর হাজারো মুসল্লি মিছিল নিয়ে শেরে বাংলা পার্কে জড়ো হন।
সমাবেশে বক্তারা ইসরায়েলের সব পণ্য বর্জনের আহ্বান জানান এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে বিশ্ব মুসলিমদের একত্রিত হওয়ার আহ্বান জানান।
সমাবেশে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কুশপুতুল দাহ করেন বিক্ষোভকারীরা।

সারাদেশে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে জনগণ তাদের ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বিশ্ব বিবেককে ফিলিস্তিনের পক্ষে জাগ্রত হওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাজায় গণহত্যার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভে উত্তাল জনতা

আপডেট সময় : ০৬:০৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলা ও গণহত্যার বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশের বিভিন্ন জেলা। শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজের পর সারাদেশে হাজারো মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানায় এই নিষ্ঠুরতার বিরুদ্ধে। আমাদের বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছেন মোঃ হাছানুর ইমাম জুয়েল

লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর শহরের চক বাজার জামে মসজিদ ও দক্ষিণ তেমুহনী এলাকা থেকে ‘ফিলিস্তিন সংহতি লক্ষ্মীপুর’, ‘ইসলামী আন্দোলন’ এবং ‘আহলে হাদিস আন্দোলন’-সহ বিভিন্ন সংগঠনের ব্যানারে বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। হাজারো ছাত্র-জনতা অংশ নেন এই বিক্ষোভে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আফনান চত্বরে শেষ হয়।
বিক্ষোভকারীরা ‘নেতানিয়াহুর দুই গালে– জুতা মার তালে তালে’, ‘ট্রাম্পের দুই গালে জুতা মার তালে তালে’ স্লোগানে প্রতিবাদ জানায় এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তোলে।

সাতক্ষীরা
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর ও জেলা শাখার উদ্যোগে আয়োজন করা হয় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। মিছিলটি খুলনা রোড মোড় থেকে শুরু হয়ে নিউমার্কেট চত্বরে শেষ হয়।
সমাবেশে ছাত্রশিবিরের সভাপতি আল মামুন বলেন, “ইসরায়েল বিশ্ব মানবাধিকারের চরম লঙ্ঘন করছে, অথচ আন্তর্জাতিক সংস্থাগুলো নিরব দর্শকের ভূমিকা পালন করছে।”

যশোর
যশোরের দড়াটানা ভৈরব চত্বরে হেফাজতে ইসলাম, ইমাম পরিষদ এবং আহলে হাদিস বাংলাদেশ যশোর শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ ও মিছিল।
সমাবেশে বক্তারা মুসলিম উম্মাহকে জাগ্রত হওয়ার আহ্বান জানান এবং ইসরায়েলি পণ্য বর্জনের দাবি তোলেন। একই দাবিতে প্রেসক্লাব যশোরের সামনে আহলে হাদিসের মানববন্ধনও অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া
আখাউড়ায় স্থানীয় প্রেসক্লাবের উদ্যোগে সকালে পৌর মুক্তমঞ্চের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়। এতে সাংবাদিক, রাজনৈতিক নেতা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে তীব্র নিন্দা জানান।

মাদারীপুর
মাদারীপুর জেলা ও উপজেলার মসজিদগুলোতে বাদ জুমা গাজায় শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সাধারণ মুসল্লিরা ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে আল্লাহর কাছে ফিলিস্তিনের মানুষের জন্য শান্তি ও ন্যায়বিচার কামনা করেন।

কুড়িগ্রাম
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে জুমার পর সরকারি কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা ফলকের কাছে সমাবেশে রূপ নেয়।
এছাড়াও বিকেলে ইসলামী যুব আন্দোলনের একটি আলাদা মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।

পঞ্চগড়
গণহত্যার প্রতিবাদে প্রতীকী মরদেহ নিয়ে পঞ্চগড়ে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। জুমার নামাজের পর হাজারো মুসল্লি মিছিল নিয়ে শেরে বাংলা পার্কে জড়ো হন।
সমাবেশে বক্তারা ইসরায়েলের সব পণ্য বর্জনের আহ্বান জানান এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে বিশ্ব মুসলিমদের একত্রিত হওয়ার আহ্বান জানান।
সমাবেশে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কুশপুতুল দাহ করেন বিক্ষোভকারীরা।

সারাদেশে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে জনগণ তাদের ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বিশ্ব বিবেককে ফিলিস্তিনের পক্ষে জাগ্রত হওয়ার আহ্বান জানান।