ঢাকা ১০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রীকে নিয়ে মির্জা ফখরুলের আবেগঘন স্ট্যাটাস

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ ৩২ বার পড়া হয়েছে

স্ত্রীকে নিয়ে মির্জা ফখরুলের আবেগঘন স্ট্যাটাস

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্ত্রীর চিকিৎসার জন্য বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে জীবনসঙ্গিনী রাহাত আরা বেগমের চিকিৎসা চলমান। বৃহস্পতিবার (১০ এপ্রিল) স্ত্রীকে ঘিরে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি নিজের ফেসবুক পেজে।

পোস্টে তিনি স্ত্রীর প্রথম রোগ ধরা পড়ার সময়ের মানসিক চাপ, অস্ত্রোপচারের আগমুহূর্তে নিজে কারাগারে থাকা এবং সেই কঠিন সময়ের স্মৃতিচারণ করেছেন। সেই সঙ্গে দিয়েছেন চিকিৎসা সংশ্লিষ্ট আশার খবরও।

মির্জা ফখরুল লেখেন, “২০২২ সালের ডিসেম্বরে যখন আমার স্ত্রীর রোগ ধরা পড়ে, তখন মনে হয়েছিল যেন আমার ওপর পুরো পৃথিবী ভেঙে পড়েছে। সে আমাদের পরিবারের কেন্দ্রবিন্দু। আমি দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিই। কিন্তু ঠিক আগের দিন ভোর ৩টায় আওয়ামী পুলিশ আমাকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। আমার মেয়ে ছুটে যায় ঢাকায়। অস্ত্রোপচারের সময় আমি ছিলাম কারাগারে। তখন হাসপাতালে আমার মেয়ে ও চিকিৎসক জাহিদ ছাড়া আর কেউ ছিল না। দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন ও আমার ভাইবোনেরা ফোনে খবর নিচ্ছিলেন।”

তিনি আরও লেখেন, “আমার স্ত্রী দারুণ ধৈর্য নিয়ে, মুখে হাসি রেখে কেবল চিকিৎসাজনিত কঠিন সময়ই নয়, গত প্রায় ৫০ বছর ধরে পারিবারিক নানা চ্যালেঞ্জও সামলে এসেছেন। আলহামদুলিল্লাহ, আজ তার চিকিৎসকরা জানিয়েছেন, এখন পর্যন্ত সবকিছু ভালো চলছে। তবে আমাদের ছয় মাসের মধ্যে আবার সিঙ্গাপুরে আসতে হবে। সকলের দোয়া ও শুভকামনার জন্য আমি কৃতজ্ঞ।”

উল্লেখ্য, গত ৬ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুর গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্ত্রীকে নিয়ে মির্জা ফখরুলের আবেগঘন স্ট্যাটাস

আপডেট সময় : ০৪:০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

স্ত্রীর চিকিৎসার জন্য বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে জীবনসঙ্গিনী রাহাত আরা বেগমের চিকিৎসা চলমান। বৃহস্পতিবার (১০ এপ্রিল) স্ত্রীকে ঘিরে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি নিজের ফেসবুক পেজে।

পোস্টে তিনি স্ত্রীর প্রথম রোগ ধরা পড়ার সময়ের মানসিক চাপ, অস্ত্রোপচারের আগমুহূর্তে নিজে কারাগারে থাকা এবং সেই কঠিন সময়ের স্মৃতিচারণ করেছেন। সেই সঙ্গে দিয়েছেন চিকিৎসা সংশ্লিষ্ট আশার খবরও।

মির্জা ফখরুল লেখেন, “২০২২ সালের ডিসেম্বরে যখন আমার স্ত্রীর রোগ ধরা পড়ে, তখন মনে হয়েছিল যেন আমার ওপর পুরো পৃথিবী ভেঙে পড়েছে। সে আমাদের পরিবারের কেন্দ্রবিন্দু। আমি দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিই। কিন্তু ঠিক আগের দিন ভোর ৩টায় আওয়ামী পুলিশ আমাকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। আমার মেয়ে ছুটে যায় ঢাকায়। অস্ত্রোপচারের সময় আমি ছিলাম কারাগারে। তখন হাসপাতালে আমার মেয়ে ও চিকিৎসক জাহিদ ছাড়া আর কেউ ছিল না। দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন ও আমার ভাইবোনেরা ফোনে খবর নিচ্ছিলেন।”

তিনি আরও লেখেন, “আমার স্ত্রী দারুণ ধৈর্য নিয়ে, মুখে হাসি রেখে কেবল চিকিৎসাজনিত কঠিন সময়ই নয়, গত প্রায় ৫০ বছর ধরে পারিবারিক নানা চ্যালেঞ্জও সামলে এসেছেন। আলহামদুলিল্লাহ, আজ তার চিকিৎসকরা জানিয়েছেন, এখন পর্যন্ত সবকিছু ভালো চলছে। তবে আমাদের ছয় মাসের মধ্যে আবার সিঙ্গাপুরে আসতে হবে। সকলের দোয়া ও শুভকামনার জন্য আমি কৃতজ্ঞ।”

উল্লেখ্য, গত ৬ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুর গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।